পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ঢাকা ব্যাংক ‘এসটিম’ নামে একটি প্রিপেইড ভিসা কার্ড সার্ভিস চালু করেছে। এয়ার এলাইয়েন্স লিমিটেড কর্মকর্তাদের মাঝে কার্ড হস্তান্তরের মাধ্যমে এ কার্ড সার্ভিসটির যাত্রা শুরু। ইউ পি এস বিশ্বের একটি বড় প্যাকেজ ডেলিভারি কোম্পানি যা বিশেষত পণ্য পরিবহণ ও সরবরাহে নিয়োজিত। এই প্রিপেইডকার্ড এর মাধ্যমে এয়ার এলাইয়েন্স এর কর্মকর্তাবৃন্দ প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী বিভিন্ন দাবি, আগাম অর্থ পরিশোধ/ নিষ্পত্তি করা, খুচরা খরচ ব্যবস্থাপনা করতে পারবে। এতে এয়ার এলাইয়েন্স লিমিটডকে ছোট লেনদেনে নগদ অর্থ বহণ করা লাগবেনা এবং এর কর্মকর্তারা সহজে অর্থসংক্রান্ত দাবি নিষ্পত্তি ও আগাম অর্থ উত্তোলন করতে পারবে। অন্যান্য ভিসা ডেবিট কার্ডের মতই এ কার্ডের মাধ্যমে ভিসা এটি এম থেকে অর্থ উত্তোলন, কেনাকাটা, অনলাইনে কেনাকাটা করা যাবে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ই ও সৈয়দ মাহবুবুর রহমান এয়ার এলাইয়েন্স লিমিটেড এর সি ই ও আরিফ রহমানকে ব্যাংকের প্রথম ‘এসটিম’ ভিসা কার্ডটি হস্তান্তর করেন। ঢাকা ব্যাংক গুলশান সার্কেল-২ শাখায় কার্ড হস্তান্তর অনুষ্ঠান হয়। উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।