Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকা ব্যাংক প্রিপেইড ভিসা কার্ডের যাত্রা শুরু

| প্রকাশের সময় : ৬ জুন, ২০১৮, ১২:০০ এএম

ঢাকা ব্যাংক ‘এসটিম’ নামে একটি প্রিপেইড ভিসা কার্ড সার্ভিস চালু করেছে। এয়ার এলাইয়েন্স লিমিটেড কর্মকর্তাদের মাঝে কার্ড হস্তান্তরের মাধ্যমে এ কার্ড সার্ভিসটির যাত্রা শুরু। ইউ পি এস বিশ্বের একটি বড় প্যাকেজ ডেলিভারি কোম্পানি যা বিশেষত পণ্য পরিবহণ ও সরবরাহে নিয়োজিত। এই প্রিপেইডকার্ড এর মাধ্যমে এয়ার এলাইয়েন্স এর কর্মকর্তাবৃন্দ প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী বিভিন্ন দাবি, আগাম অর্থ পরিশোধ/ নিষ্পত্তি করা, খুচরা খরচ ব্যবস্থাপনা করতে পারবে। এতে এয়ার এলাইয়েন্স লিমিটডকে ছোট লেনদেনে নগদ অর্থ বহণ করা লাগবেনা এবং এর কর্মকর্তারা সহজে অর্থসংক্রান্ত দাবি নিষ্পত্তি ও আগাম অর্থ উত্তোলন করতে পারবে। অন্যান্য ভিসা ডেবিট কার্ডের মতই এ কার্ডের মাধ্যমে ভিসা এটি এম থেকে অর্থ উত্তোলন, কেনাকাটা, অনলাইনে কেনাকাটা করা যাবে।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ই ও সৈয়দ মাহবুবুর রহমান এয়ার এলাইয়েন্স লিমিটেড এর সি ই ও আরিফ রহমানকে ব্যাংকের প্রথম ‘এসটিম’ ভিসা কার্ডটি হস্তান্তর করেন। ঢাকা ব্যাংক গুলশান সার্কেল-২ শাখায় কার্ড হস্তান্তর অনুষ্ঠান হয়। উভয় প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ