পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
প্রাইম ব্যাংক পরিচালনা পর্ষদ সম্প্রতি পর্ষদের ৪৭৯ তম সভায় সর্বসম্মতভাবে আজম জে চৌধুরীকে আগামী দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করেছে, যা ১লা জুন ২০১৮ থেকে কার্যকর। আজম জে চৌধুরী বাংলাদেশের একজন বরেণ্য শিল্পপতি এবং উদ্যোক্তা। তিনি ইস্ট কোস্ট গ্রæপের চেয়ারম্যান ও স্বত্বাধিকারী। একই সঙ্গে তিনি কনসলিডেটেড টি এন্ড ল্যান্ডস কোম্পানি বাংলাদেশ লিমিটেড (প্রাক্তন জেমস্ ফিনলে লিমিটেড) -এরও চেয়ারম্যান। জনাব চৌধুরী এমজেএল (গঔখ) বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশে এক্সন (ঊীীড়হ) মবিল কর্পোরেশন এর অধিভূক্ত। তিনি ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড (ঙচখ) এর পরিচালক, এটি বাংলাদেশের এলপিজি খাতে বৃহত্তম অপারেটর। তিনি ওমেরা সিলিন্ডার লি: এবং ওমেরা ফুয়েল লি: এরও পরিচালক।
জনাব চৌধুরী বাংলাদেশ এনার্জি কোম্পানীজ এসোসিয়েশন (ইঊঈঅ) এর প্রেসিডেন্ট এবং বাংলাদেশ এলপিজি অপারেটরস্ এসোসিয়েশন (খঙইঅ) এর ভাইস প্রেসিডেন্ট। তিনি বাংলাদেশ এসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানীজ (ইঅচখঈ) এর প্রেসিডেন্ট এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (ঈউইখ) পরিচালক। জনাব চৌধুরী ২০১২ সাল হতে বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স এসোসিয়েশন (ইঙএঝঙঅ) এর প্রেসিডেন্ট। তিনি বর্তমানে কুর্মিটোলা গলফ ক্লাবের (কএঈ) অডিট ও ফাইনান্স কমিটিরও চেয়ারম্যান। এছাড়াও (২০০১-২০০৫) পর্যন্ত তিনি গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। তাঁর ব্যবসায়িক এবং সামাজিক সুখ্যাতির কারণে হাঙ্গেঁরীয় সরকার তাঁকে বাংলাদেশে অনারারী কনসাল অব হাঙ্গেঁরী নিযুক্ত করেছে। আজম জে চৌধুরী দক্ষ গলফার হিসেবেও সাফল্য অর্জন করেছেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।