পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : এবারের স্থলপথে ঈদ যাত্রা স্বস্তির হবে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুরসহ সারা দেশে যেসব সড়কে উন্নয়নমূলক কাজ চলছে তা আগামী ১৫ দিন বন্ধ রাখলে ক্ষতি হবে না। তাই আমি তাদেরও আগামী ২১ জুন পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছি, যাতে ঈদযাত্রায় সড়কে কোনও ভোগান্তি না হয়। গতকাল দিলকুশাস্থ বিআরটিসি’র প্রধান কার্যালয়ে আসন্ন ঈদ প্রস্তুতি বিষয়ক এক সভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, এখন রাজধানীতে সিটি করপোরেশন ও ওয়াসার অনেক কাজ চলছে। এরমধ্যে যেসব রাস্তায় খোঁড়াখড়ি ও নির্মাণকাজ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে তা আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ইতোমধ্যে সিটি করপোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।
এদিকে আসন্ন ঈদ উপলক্ষ্যে বিআরটিসি’র স্পেশাল সার্ভিসের আগাম টিকেট আজ থেকে বিক্রি শুরু হচ্ছে। ১৩ জুন হতে ঈদের আগের দিন পর্যন্ত এ সার্ভিসের আওতায় বিআরটিসি’র মোট নয়শত চারটি বাস চলাচল করবে।
মন্ত্রী বিআরটিসি’র কর্মকর্তা ও ডিপো ম্যানেজারদের সতর্ক করে বলেন, ঈদের সময় কোনভাবেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে অতিরিক্ত ভাড়া আদায়ের বদনাম যেন বিআরটিসি’র বিরুদ্ধে না আসে। এছাড়া যেসব বাসের অবস্থা খারাপ। ছাল-বাকল উঠে গেছে। জানালার গøাস ভাঙা। অনেক জানালার অর্ধেক আছে আর বাকি অর্ধেক নেই। এসব বাস দ্রæত মেরামত করার বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি।
তিনি বলেন, ঢাকা মহানগরীর ৬টি বাস ডিপোসহ গাজীপুর ও নারায়ণগঞ্জের ৮টি ডিপো হতে মোট ৪৭৫টি বাস এবং দেশের অন্যান্য ১১টি ডিপো থেকে তিনশত পঁচাত্তরটি বাস প্রতিদিন বিভিন্ন গন্তেব্যের উদ্দেশ্যে ছাড়বে। ঈদের দুই দিন আগে থেকে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ডিপো থেকে উত্তরবঙ্গগামীসহ বিভিন্ন গন্তব্যের কারখানা শ্রমিকদের পরিবহন সেবা দেওয়া হবে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকা ও পার্শ্ববর্তী ডিপোসমূহে অতিরিক্ত চুয়ান্নটি বাস সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
সভায় তিনি আরও জানান, ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় চারশত বাস এবং পাঁচশত ট্রাক সংগ্রহের বিষয়টি সম্প্রতি গতি পেয়েছে। এ বছরের শেষ নাগাদ নতুন বাস এবং ট্রাক বিআরটিসি’র বহরে যুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া আরও দুইশত বাস সংগ্রহ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সভায় বিআরটিসি’র চেয়াম্যান ফরিদ আহমেদ ভূঁইঞা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এহসান-ই-এলাহী, বিআরটিসির পরিচালক হামিদুর রহমানসহ বিআরটিসি প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ডিপো ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।