Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষার মৌসুমী বায়ু অগ্রসরমান

| প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বর্ষার বারতা নিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অগ্রসরমান রয়েছে। দেশের সর্বত্র বিস্তার লাভ করতে পারে এক সপ্তাহের মধ্যেই। এরফলে জ্যৈষ্ঠ মাস শেষ না হতেই বর্ষার মেঘ-বাদলের ঘনঘটা ক্রমে বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া বিভাগ সূত্র আরও জানায়, গতকাল (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। তাপমাত্রা ফের বেড়ে গেছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয় ঢাকায় ২৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ (মঙ্গলবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া বিভাগ জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বিস্তার লাভ করছে। মৌসুমী বায়ু আরও অগ্রসর হওয়ার অনুকূলে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মৌসুমী বায়ু আরও অগ্রসর হতে পারে। এর পরের ৫ দিনে মৌসুমী বায়ু দেশের ওপর জেঁকে বসতে পারে। এরফলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ