পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : রাজধানীর গেন্ডারিয়া এলাকার নামাপাড়া বস্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ২২৫ টি প্যাথেডিন ইনজেকশন, তিন কেজি গাঁজা, ৭›শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত থানা পুলিশ ও ডিএমপি বিভিন্ন ইউনিটের সমন্বয়ে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। ডিএমপি›র ওয়ারী বিভাগের ডিসি ফরিদ উদ্দিন জানান, নামাপাড়া বস্তিটি ওয়ারী বিভাগের তিনটি থানার সংযোগ স্থলে পড়েছে। এ বস্তির মাদক নিয়ন্ত্রণ করে রহিমা ও হযরত নামের দুইজন মাদক সম্রাট। তারা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড। তবে অভিযানের সময় তাদের পাওয়া যায়নি। এ বস্তিটা ছিনতাইকারীদের একটি অন্যতম আশ্রয়স্থল উল্লেখ করে তিনি বলেন, এর আগে এক ছিনতাইকারী রিকশায় থাকা এক নারীর ব্যাগ টান দিলে তার কোল থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীকে গ্রেফতারের পর এ বস্তি থেকে অনেকগুলো ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।