Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১২৮ অতিরিক্ত জেলা জজকে গাড়ি দিচ্ছে সরকার

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য ১২৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেতে যাচ্ছেন। জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের সম্মতি মেলায় অতিরিক্ত জেলা জজরা এই সুবিধা পাবেন।
গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জেলা জজ পদমর্যাদায় কর্মরত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা পেলেও অতিরিক্ত জেলা জজরা সেই সুবিধা পান না, এনিয়ে তাদের মধ্যে হতাশা ছিল। এই হতাশা দূর করতে বিচার বিভাগীয় একটি অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অতিরিক্ত জেলা জজদের সরকারি গাড়ি ব্যবহারের সুবিধা দেওয়ার প্রতিশ্রæতি দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হককে নির্দেশ দেন মন্ত্রী। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতিরিক্ত জেলা জজদের দাপ্তরিক কাজে ব্যবহারের জন্য জেলা ও দায়রা জজ আদালত বা মহানগর দায়রা জজ আদালতের টিওএন্ডই-তে ১২৮টি গাড়ি (কার) অন্তর্ভুক্ত করতে গত ১৫ জানুয়ারি আইন ও বিচার বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে প্রস্তাব পাঠায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ