Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মসজিদ ও কবরস্থানের ভূমি অধিগ্রহণ আইন কেন অবৈধ হবে না মর্মে হাইকোর্টের রুল

| প্রকাশের সময় : ১ জুন, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ইত্যাদির জমি অধিগ্রহণের বিধান রেখে পাশ করা “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে গত সোমবার রিট দায়ের করা হলে হাইকোর্টের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রুল দিয়েছেন।
রুলে বলা হয়, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশে প্রচলিত ওয়াকফ অর্ডিন্যান্স, ১৯৬২ এবং ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩-এর বিধানাবলির সাথেও “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ইত্যাদির জমি অধিগ্রহণের বিধানটি সাংঘর্ষিক। এমতাবস্থায় “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর সংশ্লিষ্ট ধারার বিধানটিকে কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এবং সচিব, ভুমি মন্ত্রণালকে জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনটি করেছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান ও নারায়ণগঞ্জের হাজরাদী বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের মুতাওয়াল্লী কাজী মহিবুর রব। রিটকারীদের পক্ষে মামলাটি শুনানী করেন এডভোকেট জুলহাস উদ্দিন আহমাদ।



 

Show all comments
  • MD TANJIMUL ISLAM ৭ মার্চ, ২০২০, ১১:৫৯ পিএম says : 0
    দাদা বাবার কবরস্থান এর জমি মেয়ের নামে। মেয়ে কি এই জমি বিক্রি করতে পার???
    Total Reply(0) Reply
  • মোঃ শরীফ, মিয়া ৯ জুন, ২০২০, ১:০৯ এএম says : 0
    হা,ভাই,যদি,ঔ,জমিতে,বা,জায়গাতে,সুধু,দাদা, আর, বাবাকে,কবর,দেয়া,হয়,তা,হলে, মনে,করি,ঔ, কবরস্থানে,নিজের, অধিকার, দেখাতে, পারে, আর, একটা, বিষয়,হল, যদি,কনো, কবরস্থানে,এলাকা, ভিত্তিক,দান,করা,হয়, সেই দান,আর, ফিরিয়ে, নেয়া,জাইনা, কেননা,দান,যিনি, করে, গেছেন,ওনি,হয়ত, এই, দুনিয়া, থেকে, নিজের,আসল, বাড়িতে, চলে, গেছে, আর,ঔ, বাড়িতে, কোনো, ছেলে মেয়ে, টাকা পয়সা, কিছুই, লাগেনা, কাজে, লাগে, শুধু,নেকি,আর,আমল,যাক,ভাই, আমি, একজন, ইসলাম, ধর্মের, সাধারণ, মানুষ,
    Total Reply(0) Reply
  • মিমি ইয়াসমিন ১৮ জানুয়ারি, ২০২২, ১২:২৪ এএম says : 0
    খতিয়ানে কবরস্থান উল্লেখ করা আছে। যা মেয়ে পেয়েছে বাবার মৃত্যুর পরে। জমিতে একটা কবর বিদ্যমান যা মেয়ের চাচাতো ভাইয়ের। মেয়ে এখন জমিটি অন্যত্র(আত্নীয়ের বাই) বিক্রি করতে চায়। সে কি জমিটি বিক্রি করতে পারবে?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ