পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ইত্যাদির জমি অধিগ্রহণের বিধান রেখে পাশ করা “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে গত সোমবার রিট দায়ের করা হলে হাইকোর্টের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ রুল দিয়েছেন।
রুলে বলা হয়, সাংবিধানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম। বাংলাদেশে প্রচলিত ওয়াকফ অর্ডিন্যান্স, ১৯৬২ এবং ওয়াক্ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩-এর বিধানাবলির সাথেও “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর ধর্মীয় উপাসনালয়, কবরস্থান ইত্যাদির জমি অধিগ্রহণের বিধানটি সাংঘর্ষিক। এমতাবস্থায় “স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন, ২০১৭”-এর সংশ্লিষ্ট ধারার বিধানটিকে কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। এ বিষয়ে আগামী চার সপ্তাহের মধ্যে সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এবং সচিব, ভুমি মন্ত্রণালকে জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনটি করেছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবী এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী, সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান ও নারায়ণগঞ্জের হাজরাদী বায়তুল মুকাদ্দাস জামে মসজিদের মুতাওয়াল্লী কাজী মহিবুর রব। রিটকারীদের পক্ষে মামলাটি শুনানী করেন এডভোকেট জুলহাস উদ্দিন আহমাদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।