Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ পরিদর্শন ট্রেন চলল উদ্বোধন শিগগিরি

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১:৫২ এএম


শিগগিরি ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথে ট্রেন চলবে। গতকাল বুধবার নতুন এই রেলপথে পরিদর্শন ট্রেন চালানো হয়েছে। রেলওয়ের পশ্চিমাঞ্চলের কর্মকর্তারা নতুন এই রেলপথে ট্রেন চালিয়ে পুরো রেলপথ পরিদর্শন করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৯টি কোচে শতাধিক রেলওয়ে কর্মকর্তা-কর্মচারী ঈশ্বরদীর পার্শ্ববর্তী মাঝগ্রাম স্টেশন থেকে পাবনা পর্যন্ত পাঁচটি স্টেশন পরিদর্শন করেন। স্টেশনগুলো হলো- মাঝগ্রাম, দাশুড়িয়া, টেবুনিয়া ও পাবনা। পরিদর্শন শেষে পাবনা রেলওয়ে স্টেশনে দু’টি আমের চারা রোপণ করেন রেলওয়ে কর্মকর্তারা। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী রমজান আলীর নেতৃত্বে রেলপথ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- রেল পরিদর্শক খোন্দকার শহিদুল ইসলাম, পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার, পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-১ রিয়াদ আহম্মেদ, বিভাগীয় প্রকৌশলী-২ আরিফ আহম্মেদ, বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় সিগন্যাল ও টেলিকম প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রমুখ। এ সময় রেল পরিদর্শক খোন্দকার শহিদুল ইসলাম বলেন, রেল লাইন তৈরি হয়েছে ট্রেন চালানোর জন্যই। পরিদর্শন করা হয়েছে, খুব শিগগিরি মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেয়া হবে। খুব শিগগিরই বহুল প্রতীক্ষিত নতুন এ রুটে ট্রেন চলাচল শুরু হবে। তিনি বলেন, বর্তমান সরকারের বড় প্রকল্প এটি। ট্রেন চলাচল করতে হলে প্রতিটি স্থানে লোকবল প্রয়োজন। সামনে জাতীয় নির্বাচন। তবে নির্বাচনের আগেই এই রুটে ট্রেন চালু হবে। পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক জানান, ঈশ্বরদীর মাঝগ্রাম হয়ে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ঈশ্বরদী-পাবনা রেল সেকশনে ২৫ কিলোমিটার পর্যবেক্ষণমূলক পরিদর্শন করা হয়েছে। রেলপথের সেতু কালভার্ট, রেলগেট- রেলক্রসিং, ট্রেন চলাচলের সিগন্যাল পরিদর্শন করা হয়েছে। ###



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ