Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকির মুখে জনস্বাস্থ্য নীরব প্রশাসন

ফরমালিন মিশ্রিত আম লিচু তরমুজে বাজার সয়লাব

| প্রকাশের সময় : ৩১ মে, ২০১৮, ১:৪৯ এএম

 

দুপচাঁচিয়া (বগুড়া) থেকে মোঃ গোলাম ফারুক : দুপচাঁচিয়া উপজেলায় মধুর এই জ্যৈষ্ঠ মাসে ফরমালিন মিশ্রিত ফল আম, লিচু, তরমুজে বাজার সয়লাব। হুমকির মুখে জনস্বাস্থ্য। অজ্ঞাত কারনে প্রশাসন নিরব।
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো। দুপচাঁচিয়া উপজেলা সদরের উত্তরে দুপচাঁচিয়া-আক্কেলপুর জয়পুরহাট হয়ে হিলি সড়ক। এই সড়ক দিয়ে সীমান্তের ওপার ভারত থেকে বিষাক্ত ক্যালসিয়াম কার্বাইড, ফরমালিন, কীটনাশক ও বিষাক্ত হরমোন মিশ্রিত আম, লিচু, তরমুজ অবাধে উপজেলা সদরে প্রবেশ করছে। উপজেলা সদরের সিওঅফিস বাসষ্ট্যান্ড এলাকায় প্রায় ১ ডজনের অধিক ফল ব্যবসায়ীরা এই সব ফল তাদের দোকানে পসরা সাজিয়ে অবাধে বিক্রি করছে। মধুর এই জ্যৈষ্ঠ মাসে রোজার ইফতারসহ সাধারন মানুষ না জেনে এই সব ফরমালিন মিশ্রিত ফল কিনছে। ফলে নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ সর্বস্তরের মানুষ। মৌসুমী এই সব আম, লিচু, তরমুজ ফলন ভারতে প্রচুর। হিলি সীমান্ত দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এই সব ফল বহন করে নিয়ে আসছে। এক জাতীয় বিষাক্ত হরমোন ব্যবহার করে ফলগুলোকে তাজা টকটকে রেখে উপজেলা সদরের এসব ফল ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। আর এসব ফল ব্যবসায়ীরা তাদের দোকান থেকে সাধারণ মানুষের চোখে ধূলা দিয়ে তা অবাধে বিক্রি করে থাকে। অকালে কীটনাশক দিয়ে পাকানোর ফলে শুধু রং হয়েছে কিন্তু পরিপক্ব হয় নি। এতে অনেক সময় ফলগুলো প্রকৃত সুস্বাদু থেকে মানুষরা বঞ্চিত হচ্ছে। আবার এই সব বিষাক্ত ফল খেয়ে মানুষ জটিল রোগে আক্রান্তও হয়। বিশেষ করে শিশুরা বেশি জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
এর ভয়াবহতা কত ভয়ানক তা একজন চিকিৎসক বিশেষজ্ঞ ও কীটনাশক বিশেষজ্ঞ ছাড়া কারো পক্ষে নির্ণয় করা বা বোঝা সম্ভব নয়। এরা মানুষ কে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। অথচ এ ক্ষেত্রে প্রতিরোধের কোন উদ্যোগ নেই প্রশাসনের। স্বাস্থ্য বিভাগও নিরব দর্শক। এ ব্যাপারে গতকাল বুধবার উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট সদ্য যোগদানকৃত ইউএনও এসএম জাকির হোসেন এর সাথে তার সরকারি মোবাইল ফোনে (০১৭৩৩-৩৩৫...) একাধীকবার যোগাযোগ করলেও তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার মতামত জানা সম্ভব হয় নি। এ দিকে সাধারন মানুষের দাবি স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রশাসন মৃত্যুর হাত এবং জটিল রোগ থেকে বাঁচাতে এই সব ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রæত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ