পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিএনপির শক্তি কমে গেছে তাই দলটির নেতারা এখন সরকারের উগ্র সমালোচনায় নেমেছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, মানুষের শক্তি যখন কমে আসে তখন মুখের বিষটা ততই উগ্র হয়ে আসে। এটা শরৎচন্দ্রের কথা। তবে বিএনপির ক্ষেত্রে তা একেবারেই সত্য। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে বিভিন্ন মোটর ওয়ার্কশপ পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন সঙ্কুচিত হচ্ছে নেতিবাচক রাজনীতির কারণে। তাদের মুখের বিষ উগ্র হয়ে উঠছে। তারা ‘আন্দোলন, আন্দোলন’ করে চিৎকার করে নয় বছরে নয় মিনিটও আন্দোলন করতে পারেনি। সেই সামর্থ্য, শক্তি তাদের নেই।
বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবির প্রসঙ্গে আওয়ামী লীগ সম্পাদক বলেন, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারের আর মাত্র ৪-৫ মাস বাকি। এর মধ্যে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। সংবিধান অনুযায়ী দেশও চলবে, গণতন্ত্রও চলবে, নির্বাচনও চলবে। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না। বিএনপি না এলেও নির্বাচন যথাসময়ে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠনে বিএনপির দাবির বিষয়ে তিনি বলেন, ‘এগুলো এখন মামা বাড়ির আবদার, এসব এখন হওয়ার কোনো সুযোগ নেই।’
খালেদা জিয়ার মুক্তি না হলে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ার হুমকির ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়া জেলে থাকলে তারা নির্বাচন করবে কি করবে না, এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আর বেগম জিয়া জেল থেকে বের হবে কি না, সেটা আদালতের ব্যাপার। এখানে সরকারের কোনো দায় নেই, সরকারের উপর তারা দোষ চাপাচ্ছেন কেন?
দু’দিন আগে কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠকের বিষয়ে কাদের বলেন, যেহেতু বিএনপি বিদেশি কূটনীতিকদের ডেকে নির্বাচন নিয়ে এবং দেশের বিভিন্ন বিষয় যেমন মাদকবিরোধী অভিযান তারা ব্রিফ করেছে, কাজেই আমাদের পার্টি এবং সরকারের পক্ষ থেকেও কূটনীতিকদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করার বিষয় আছে।
‘বিএনপিকে ছাড়া আপনারা নির্বাচন করবেন না বলে সেখানে বলেছেন’Ñ এমন খবরের প্রতিক্রিয়া জানতে চাইলে কাদের বলেন, ‘বিএনপি না এলে করব না, এটা না। কথাটা হচ্ছে বিএনপি আসুক, আসলে স্বাগতম। বিএনপিকে জোর-জবরদস্তি করে ইলেকশনে টেনে নিয়ে আসা, সে দায়িত্ব আমাদের না। বিএনপির অধিকার এটা।’
মিরপুরের মাজার রোডের মস্তুফা ইঞ্জিনিয়ারিং এবং গাবতলী থেকে টেকনিক্যাল পর্যন্ত রাস্তার পাশের মোটর ওয়ার্কশপগুলো ঘুরে দেখেন ওবায়দুল কাদের। তিনি পুলিশ কর্মকর্তাদের বলেন, এখানে ফিটনেসবিহীন গাড়ি রং করে রাস্তায় ছাড়া হয়। এটা তো সম্পূর্ণ বেআইনি। এগুলো তোমরা দেখ না? এ সময় ওয়ার্কশপগুলো সিলগালা করার জন্য বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন মন্ত্রী।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিআরটিএ যে ড্রাইভ করছে, এর উৎস মুখটা বন্ধ করা দরকার। রাস্তায় দু’একটা ফিটনেসবিহীন গাড়ি ধরে লাভ নেই। কারণ এগুলো শতশত। এগুলো কারখানায় এসব কারখানাকে মানুষ মারার কারখানা ছাড়া আর কিছু বলা যায় না। মিরপুরে আজ দুটা কারখানা দেখলাম। এই দুটাতে যে অবস্থা, এই অবস্থা রীতিমত ভয়াবহ এবং এইসব গাড়ি রাস্তায় যাবে। বাইরে দেখা যাবে ফিটফাট ভেতরে সদরঘাট! এই গাড়িগুলো ঈদকে সমনে রেখে রাস্তায় যাবে, জায়গায় জায়গায় নষ্ট হবে, রাস্তা বন্ধ করে দিবে লম্বা যানজট সৃষ্টি হবে। তাই এখন থেকেই সতর্ক অবস্থান গ্রহণ করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।