পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি’র সভাপতি ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম সরকারের উদ্দেশে বলেছেন, অন্যায় ও নির্যাতনের পথ ছেড়ে শান্তির পথে আসুন। তিনি বলেন, জনগণের মনের কথা বুঝতে হবে। তাদের মনে শান্তি নেই। বঙ্গবন্ধু বেঁচে থাকলে জনগণের সাথে এরকম আচরণ করতেন না। গতকাল (বুধবার) নগরীর একটি কমিউনিটি সেন্টারে উত্তর-দক্ষিণ মহানগর এলডিপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে পরিণতি হবে ভয়াবহ। নির্বাচন কমিশনকে সাজাতে হবে। তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে। নির্বাচনকালীন সরকার গঠনের মধ্যদিয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।
কর্নেল অলি আহমদ বলেন, বড় বড় মাদক ব্যবসায়ীদের গুলি করলে আপত্তি নেই। কিন্তু গরীব, মাদক বহনকারী ও নিরীহ লোককে হত্যা করা হচ্ছে। ব্যবসা-বাণিজ্য গতিশীল নেই, যেকোনো সময় ধস নামতে পারে। জনগণের কথা বলার অধিকার নেই। সরকার দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। কর্নেল অলি অনতিবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন, যে মামলায় তাকে সাজা দেয়া হয়েছে এর সাথে তার কোন প্রত্যক্ষ সম্পৃক্ততা নেই। তাকে অন্যায়ভাবে নির্জন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে।
কেন্দ্রীয় এলডিপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এলডিপির কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি এম ছলিম উল্লাহ, উত্তর জেলা সভাপতি সাবেক এমপি মোঃ নুরুল আলম, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক ও দক্ষিণ জেলার সহ-সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দীন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, মহানগর সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ প্রমুখ।
মতবিনিময় সভা
পটিয়া সংবাদদাতা জানান, পটিয়া পৌরসভা ও উপজেলা এলডিপির উদ্যোগে ইফতার মাহফিল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা গত মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি কাজী মোঃ এয়াকুব। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সহ-সভাপতি ও এলডিপির কেন্দ্রীয় শিল্প বাণিজ্যিক বিষয়ক সম্পাদক এম এয়াকুব আলী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।