পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম ব্যুরো : বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল (বুধবার) কক্সবাজারের বিপরীতে মিয়ানমারের রাখাইন উপকূল দিয়ে দুর্বল হয়ে কেটে গেছে। সমুদ্র বন্দরসমূহকে দেয়া সতর্ক সঙ্কেত তুলে নেয়া হয়েছে। তবে গভীর নিম্নচাপটির বর্ধিত প্রভাবে সারাদেশে গা-জ্বলা ভ্যাপসা গরম পড়ছে। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলিতে ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬.৩ এবং ২৬.৬ ডিগ্রি সে.। তবে ‘ইট-পাথরের বদ্ধ-অবরুদ্ধ খাঁচা’ ঢাকা মহানগরীর বাস্তব তাপানুভূতি ৪০ ডিগ্রিরও বেশি। এ সময় বদলগাছীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি ছাড়া দেশে তেমন বর্ষণ হয়নি। আজ (বৃহস্পতিবার) ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা ও কিশোরগঞ্জ অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে জ্যৈষ্ঠের ‘স্বাভাবিক’ গরমের পর বর্ষার বারতা নিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কক্সবাজারের দিকে এগিয়ে আসছে। এরফলে দু’তিন দিন পর ‘স্বাভাবিক’ বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হতে পারে। একজন আবহাওয়াবিদ আরও জানান, বাংলাদেশের কাছে দুর্বল হয়ে পড়া গভীর নিম্নচাপ এবং একই সময়ে মৌসুমী বায়ুর আগমনে আবহাওয়ায় পরিবর্তন সূচিত হবে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।
এদিকে নি¤œচাপ কেটে যাবার পরও লঘুচাপের একটি বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিরাজ করছে। আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে জানা গেছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।