Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তথ্য কমিশনার হলেন সুরাইয়া বেগম

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগম। সোমবার এ বিষয়ে আদেশ জারি হয় বলে গতকাল মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫ (১) ধারা অনুযায়ী প্রেসিডেন্ট এ নিয়োগ দেন বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে গত ৩১ জানুয়ারি সুরাইয়া বেগমের চুক্তিভিক্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়। সুরাইয়া বেগম পরিসংখ্যান ও ইনফরম্যাটিক্স বিভাগের সচিব, বাস্তবায়ন নিরীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং সমাজকল্যাণ ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছেন। তিনি ঢাকার লালমাটিয়া মহিলা কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেন। তার স্বামী গোলাম হাফিজ আহমেদ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তাদের এক ছেলে ও এক মেয়ে কানাডায় এবং ছোট মেয়ে ঢাকায় একটি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ছে। ##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ