Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাতেই ফিরতে হবে -ব্যারিস্টার মওদুদ

| প্রকাশের সময় : ৩০ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সংবিধান অনুযায়ী তত্ত¡াবধায়ক সরকারেই ফিরতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, সহায়ক সরকারে কথা বলে লাভ নেই। অন্য কোনো সরকারে কথা বলে লাভ নেই। তত্ত¡াবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে বাধ্য হবে সরকার। গতকাল (মঙ্গলবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। তার মুক্তি ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। তিনি বলেন, সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ করা ছাড়া আন্দোলনের জন্য রাস্তায় নেমে কোনো লাভ হবে না। জাতীয় ঐক্য সৃষ্টি হলে গণআন্দোলন হবে দেশে। আর গণআন্দোলনের মুখে এ সরকার বাধ্য হবে সহায়ক সরকারের দাবি মানতে। প্রবীণ এই আইনজীবী বলেন, সহায়ক সরকারে কথা বলে লাভ নেই। সংবিধান অনুযায়ী তত্ত¡াবধায়ক সরকারেই ফিরতে হবে। অন্য কোনো সরকারে কথা বলে লাভ নেই। তত্ত¡াবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দিতে বাধ্য হবে সরকার।
ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দেশের বর্তমান সংকট হাসিনা সরকারের তৈরি করা। এটি তৈরি হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে। এর থেকে দেশের মানুষকে মুক্ত করতে সবার আগে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তার নেতৃত্বে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। মওদুদ বলেন, আওয়ামী লীগের বৈশিষ্ট্যে কিছু সমস্যা আছে। তারা ধৈর্য ধরতে পারে না, অস্থির হয়ে যায়। ১৯৭৫ সালেও তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। এবারও ক্ষমতায় এসে একই অবস্থায় ফিরে এসেছে। আগামী নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করতে হবে। তার মুক্তি ছাড়া কোনো নির্বাচন এদেশে হতে দেওয়া হবে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পরিচালনায় আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মহিলা বিষয়ক সম্পাদক নুরে আরা সাফা, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করীম বাদরু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের এজমল হোসেন পাইলট বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান আবদুল মান্নান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুঁইয়া, নাজমুল হক নান্নু, সিরাজউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ