খালেদা জিয়ার দুই মামলায় শুনানি আজ
স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১:১৯ পিএম | আপডেট : ৩:৪৫ পিএম, ২৯ মে, ২০১৮
বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের জন্য পৃথক দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আজ শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার শুনানি করতে গেলে হাইকোটের সংশ্লিষ্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার জামিন আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোঃ মাসুদ রানা। পরে মাসুদ রানা ইনকিলাবকে বলেন, আজকে মামলা দুটি আদালতে উত্থাপন করেছি। আদালত বললেন, মঙ্গলবার দুপুরে মামলা দুটির শুনানি হবে। এজন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রস্তুতি নিয়ে রাখতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে ২২ মে ওই দুই মামলায় জামিন চেয়ে আদালতে অনুমতি চান খালেদা জিয়ার আইনজীবীরা। সেই আবেদন দুটি সোমবার শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু শুনানি নাও হওয়ায় মামলা দুটি আজ চেম্বার আদালতে শুনানির জন্য দিন নির্ধারণ করেন হাইকোর্ট।
এদিকে খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বারজজ আদালতে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বারজজ আদালতে আবেদনের ওপর আজ মঙ্গলবার শুনানি অনুষ্ঠিত হবে। এছাড়াও খালেদা জিয়ার জামিন আবেদনের বিষয়ে আরো দুইটি মামলার শুনানি বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।