পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন নারীসহ ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার ধলপুরের ১৪ নম্বর আউটফল সিটি বস্তি এলাকায় এই অভিযানে সাড়ে ৬ হাজার ইয়াবা, ১০ কেজি গাঁজা এবং ফেনসিডিল ও হেরোইন উদ্ধারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এই অভিযান চলে। বিভিন্ন থানার পুলিশ সদস্যরা ছাড়াও গোয়েন্দা পুলিশ এ অভিযানে অংশ নেয়। এই বস্তিতে মূলত ঢাকা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং কর্মচারীরা থাকে। পুরো বস্তি এলাকা ঘিরে ফেলে পরে প্রতিটি ঘরে তল্লাশি চালানো হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউ মাদকসেবী, কেউ মাদক কারবারি এবং কেউ কেউ সরবরাহকারী বলে পুলিশের ভাষ্য। এছাড়া সোমবার দুপুর ৩ টা থেকে প্রায় ৫ শতাধিক ফোর্স নিয়ে রাজধানীর মিরপুর রূপনগরের ঝিলপার বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ডিএমপি। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আহমেদ। পুরো বস্তি এলাকা ঘিরে অভিযান চালানো হয়। ডিএমপির যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায় জানান, মিরপুরের অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে পুলিশ দুইজন নারীসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে চার কেজি গাঁজাসহ, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।