Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

মৃত্যু সংবাদে বাকরুদ্ধ পরিবার

| প্রকাশের সময় : ২৯ মে, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা :মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশী শান্তিরক্ষীগণ, আভিযানিক দায়িত্ব পালনকালে গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট সড়ক দুর্ঘটনায় ২ জন বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ সময় অপর ২জন গুরুতর আহত হন। আইএসপিআরের এক বিজ্ঞািপ্ততে বলা হয়েছে, বাংলাদেশী শান্তিরক্ষীগণ সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিল। পথিমধ্যে ইয়ালোক নামক স্থানে উক্ত কনভয়ের কাঠ বহনকারী একটি ভারী যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দূর্ঘটনায় নিহতরা হলেন- সৈনিক আরজান হাওলাদার, ৩৪ ই বেংগল (ফরিদপুর) ও সৈনিক (টিএ) মোঃ রিপুল মিয়া, ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারী আর্টিলারি (রংপুর)। আহতরা হলেন-সৈনিক মোঃ জামাল উদ্দিন মোল্লাহ, ৩৪ ই বেংগল (ফরিদপুর) ও সৈনিক মোঃ মজাহিদুল ইসলাম, ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারি (নওগাঁ)। নিহত এবং আহতদের সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য। উল্লেখ্য বাংলাদেশ ব্যাটালিয়নটি ২০১৪ সালের অক্টোবর থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য মধ্য অফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুই শহরে স্থানান্তর করা হয়েছে। ঐ দেশে নিয়োজিত অন্যান্য বাংলাদেশী শান্তিরক্ষীগণ নিরাপদে আছেন।
জানা গেছে, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের ইয়ালোক নামক স্থানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বে থাকা ৩৪ ইস্ট বেঙ্গলের সৈনিক আরজান হাওলাদার ও ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক রিপুল মিয়ার নিহত হওয়ার খবরে তাদের বাড়িতে শোকের মাতম চলছে। জাতিসংঘ মিশনে আভিযানিক দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক রিপুল মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের কুতুবপুরে এখন চলছে শোকের মাতম। ছেলের মৃত্যুর সংবাদ শোনার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন বাবা আব্দুল হামিদ মন্ডল ও মা মনোয়ারা বেগম ও স্ত্রী মনিরা বেগম। মনিরা বেগমের সাথে রিপুলের বিয়ে হয়েছিল দুই বছর আগে। বিয়ের দুই বছরের মাথায় স্বামীকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন মনিরা বেগম। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে (সিএআর) জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে গত শনিবার রিপুল নিহত হন।
৩৪ ইস্ট বেঙ্গলের সৈনিক আরজান হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের চর ব্রা²নদি গ্রামে। তার মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। বৃদ্ধ মা রহিমন বেগম, স্ত্রী চায়না আক্তার, চার বছরের শিশুপুত্র ফাহিম, অবিবাহিত বোন স্মৃতি আক্তার ও বৃদ্ধ নানা-নানির সংসারে একমাত্র উপার্জনক্ষম ছিলেন আরজান হাওলাদার। গত ছয় মাস আগে জাতিসংঘের শান্তি মিশনে আফ্রিকায় যান তিনি। আরজানের এক ভাই থাকলেও স্বল্প আয়ের ওই ভাই স্ত্রীকে নিয়ে আলাদা সংসার পেতেছেন। আর বিবাহিত বড় বোন থাকেন স্বামীর সংসারে। আরজানের আয়ের ওপর নির্ভর করা মানুষগুলো তার মৃত্যুর সংবাদ পেয়ে হতাশ। স্ত্রী চায়না আক্তার জানান, রোববার সেনানিবাসের ফোন পেয়ে নিশ্চিত হন স্বামীর মৃত্যুর খবর। নিজ সন্তানকে নিয়ে নানা স্বপ্ন দেখতেন আরজান। শনিবার দুর্ঘটনার আগে বাড়িতে ফোন দিয়েছিলেন। খোঁজ নিয়েছিলেন পরিবারের সদস্য, স্বজন ও প্রতিবেশীদেরও। আশ্বাস দিয়েছিলেন ঈদে পরিবারের সকলকে নতুন কাপড় দেবেন।


বন্দুকযুদ্ধ হচ্ছে না নিরপরাধ মানুষও ধরছি নাÑস্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ সংবাদদাতা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকবিরোধী অভিযানে কোনো নিরপরাধ মানুষকে আমরা ধরছি না। কোনো বন্দুকযুদ্ধও হচ্ছে না। কোনো নিরপরাধীকে নয় শুধুমাত্র তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের আইন-শৃঙ্খলা বাহিনী ধরছে। গতকাল সোমবার রাজধানীর গুলিস্তানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরে আয়োজিত ইফতার পূর্ব এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকবিরোধী অভিযানে আমাদের জয়ী হতেই হবে। অভিযানে যারা আত্মসমর্পণ করেছেন, নিরাপত্তা বাহিনী গেলেই তারা সম্মুখে আসছেন। নিরাপরাধী হলে তাদের ছেড়ে দেয়া হচ্ছে। অপরাধী হলে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ দিন থেকে ৬ মাসের কারাদন্ডিত হচ্ছেন। এ পর্যন্ত প্রায় ১২ হাজার কারান্তরীণ হয়েছেন। আমাদের জেলখানার ক্যাপাসিটির প্রায় তিনগুণের বেশি কারান্তরীণ হয়েছে। এর ৩০ শতাংশই মাদকে অভিযুক্ত কিংবা মাদকে জড়িত থাকায় সাজাপ্রাপ্ত ও ট্রায়ালের অপেক্ষামাণ রয়েছেন। তিনি বলেন, অভিযানে কোনো ক্রসফায়ার কিংবা মানুষ হত্যা হচ্ছে না। মানুষ হত্যা করার কোনো পরিকল্পনা সরকারের নেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ