পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণ অভিযানের নামে হত্যাকান্ড চলছে। গতকাল এক বিবৃতিতে মাদক নিয়ন্ত্রণ অভিযানে কথিত বন্দুক যুদ্ধে বিচার বহির্ভূতভাবে মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, অপরাধ দিয়ে অপরাধ দমন চেষ্টায় সাময়িক সাফল্য দেখানো গেলেও সুদূরপ্রসারী ফলাফল ভালো হয়না। তাছাড়া এতে শাসক দলের সেচ্ছাচারী প্রবণতা বাড়িয়ে তোলে ও আইন-আদালত, আইনের শাসন ও মানবাধিকার প্রভৃতির প্রতি তাদের চরম অনাস্থা ও অশ্রদ্ধার প্রকাশ ঘটায়।
বিবৃতিতে তিনি বলেন, মাদকের ভয়াবহ ছোবলে যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত হতে চলেছে। এর কুফল থেকে দেশবাসী মুক্তি চায়। কিন্তু শুরু থেকে দীর্ঘকাল নির্বিকার থেকে দিনে দিনে বাড়তে দিয়ে এখন উঠে পড়ে লেগে যেভাবে কথিত বন্দুক যুদ্ধে হত্যা চালিয়ে মানুষ খুন করা হচ্ছে তাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো বেপরোয়া, সীমালংঘনকারী, দুর্নীতিগ্রস্ত হওয়ার পথ প্রশস্ত করে দেবে। ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ভ‚মিকা যেভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে পরিচিতি পেয়েছে তা আরো বাড়িয়ে দেবে। এমনকি আগামী নির্বাচনকে কেন্দ্র করে যে শংকা ও সন্দেহ তৈরি হয়েছে তাকেও বহুগুণ বাড়িয়ে দিয়ে দেশকে এক ভয়ংকর অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।
বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, মানুষ মাদক মুক্ত সমাজ চাইলেও শাসক দল ও সরকারের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে পড়ছে। আইন, বিচার ও সুশাসনকে সুনাগরিক গড়ে তোলার পরিপূরক করা প্রয়োজন। তিনি মাদকমুক্ত দেশ গড়তে মাদকের বড় কারবারী, সহযোগী পুলিশ, মাদক অধিদপ্তর ও রাজনৈতিকভাবে কর্তৃত্বশালীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি করেন। একই সাথে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহŸান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।