Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুদকের অভিযান: ১১টাতেও অফিসে নেই রেজিস্ট্রার ও ১০ সাব- রেজিস্ট্রার

| প্রকাশের সময় : ২৮ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সেবার মান উন্নয়ন এবং ঘুষ-দুর্নীতি বন্ধে তেজগাঁওয়ে ঢাকা জেলা রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অ্যানফোর্সমেন্ট টিম। গতকাল রোববার বেলা ১১টায় দুদকের হটলাইন-১০৬ এ অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার অফিসে গিয়ে পাওয়া যায়নি জেলা রেজিস্ট্রার ও ১০ সাব- রেজিস্ট্রারকে। অনেক কর্মকর্তা-কর্মচারী ছিলেন না তাদের নির্ধারিত টেবিলে। অধ্বস্তন কর্মচারী ও দালালদের টেবিলে ফাইলপত্র নাড়াচাড়া করতে দেখা গেছে। রাজধানীর তেজগাঁওয়ে জেলা রেজিস্ট্রার অফিসে অভিযান চালিয়ে এমন চিত্র দেখতে পায় দুদকের বিশেষ টিম। দুদকের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানিয়েছে।
দুদক জানায়, দুদকের হটলাইন-১০৬ এ জেলা রেস্ট্রিার অফিসে অনিয়মের অভিযোগ আসে। অভিযাগ পাওয়ার পরপরই ঢাকা জেলা রেজিস্ট্রারের প্রধান অফিসে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের টেবিল ফাঁকা পাওয়া যায়। জেলা রেজিস্ট্রার অফিসে রয়েছে বিভিন্ন জোনের ১০ জন সাব-রেজিস্ট্রারের অফিস। কিন্তু সকাল ১১টা পর্যন্ত সব সাব- রেজিস্ট্রার অনুপস্থিত ছিলেন। ১১টার কিছু সময় পরে অফিসে উপস্থিত হন মোহাম্মদপুর জোনের সাব-রেজিস্ট্রার আশরাফ উদ্দিন ভূইয়া। তার কাছে অনিয়ম ও অফিসে অনুপস্থিতির বিষয়ে জানতে চাওয়া হয়। শেষ পর্যন্ত তিনি দুদকের মহাপরিচালকের কাছে অঙ্গীকার করেন যে, এরপর থেকে সাব- রেজিস্ট্রার অফিসে কেনো অবৈধ কর্মকান্ডকে প্রশ্রয় দেয়া হবে না। তার অফিস দুর্নীতিমুক্ত থাকবে এবং তিনি সময়মতো অফিসে হাজির হবেন।

 



 

Show all comments
  • abdul momen ২৮ মে, ২০১৮, ১:৪৫ পিএম says : 0
    it's not so easy to hunt down the irregularities and corruption overnight.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ