Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চোখ বাঁধা অবস্থায় উদ্ধার হলেন নিখোঁজ ছাত্রদল নেতা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম


নিখোঁজ ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ সজলকে চোখ বাঁধা অবস্থায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী জানান, সজলের সন্ধানের বিষয়টি প্রথমে অজ্ঞাত একজন শরিয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে ফোনে জানান। পরে কিরণ আমাকে জানায়। এর আগে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন, সজলকে গত দুইদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তাকে তুলে নিয়ে গেছে বলে তার সহকর্মীরা আশঙ্কা করছে। আমাদেরও বিশ্বাস এভাবে তুলে নিয়ে যাওয়ার সংস্কৃতি আওয়ামী আইনশৃঙ্খলা বাহিনীর।
ফয়সাল আহমেদ সজল জগন্নাথ বিশ্বদ্যিালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি। গত মঙ্গলবার থেকে সজল নিখোঁজ বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিলো। সজলের পরিবারের লোকজন জানান, তার নিখোঁজের পর গত বুধবার সজলের স্ত্রী, বোন ও ভগ্নিপতি খিলগাঁও থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি না নিয়ে তাদের বলে, ‘আপাতত জিডি দরকার নেই। দেখি কী করা যায়। আপনারা খুঁজতে থাকেন, আমরাও খুঁজি’।

 



 

Show all comments
  • আরিফ ২৫ মে, ২০১৮, ২:২৭ এএম says : 0
    এই দেশে এখন নিরাপত্তা বলে কিছু নেই
    Total Reply(0) Reply
  • ২৫ মে, ২০১৮, ৪:৪৩ এএম says : 0
    আমাদের সত্যকে লিখেই যেতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ