Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুন, শিডিউল শতভাগ মেনটেইন হবে -রেলমন্ত্রী

| প্রকাশের সময় : ২৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : এবারের ঈদে ট্রেনযাত্রীরা সময়মতো বাড়ি ফিরতে পারবেন। শিডিউল মেনটেইন শতভাগ গত বছরও ছিল, এ বছরও হবে। শিডিউল মেনটেইন অবশ্যই আমাদের দায়িত্ব এমন আশাবাদ ব্যক্ত করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। ঈদুল ফিতর উপলক্ষে এবার ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে জুন মাসের প্রথম দিন থেকে। ওইদিন ১০ জুনের ট্রেন যাত্রার টিকেট বিক্রি শুরু হবেও বলে রেলপথ মন্ত্রী। গতকাল বৃহস্পতিবার রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী বলেন, ১৬ জুন ঈদের সম্ভাব্য দিন ধরে ১ জুন থেকে টিকেট বিক্রির সূচি ঠিক করেছেন তারা। বাংলাদেশ রেলওয়ে এর আগে ২ জুন থেকে অগ্রিম টিকেট বিক্রির পরিকল্পনার কথা জানালেও চূড়ান্ত সিদ্ধান্তে তা একদিন এগিয়ে আনা হল। রেলমন্ত্রী বলেন,ঈদের আগাম টিকিট বিক্রি চলবে আগামী ১ জুন থেকে ৬ জুন পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে। ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। তেমনি ২ জুন ১১ জুনের টিকিট, ৩ জুন ১২ জুনের টিকিট, ৪ জুন ১৩ জুনের টিকিট, ৫ জুন ১৪ জুনের টিকিট এবং ৬ জুন ১৫ জুনের টিকিট দেওয়া হবে। ঈদের পরের ফিরতি যাত্রার টিকেট বিক্রি হবে ১০ থেকে ১৫ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। কমলাপুর স্টেশনে ২৬টি কাউন্টার থাকবে। এর দুটি থাকবে নারীদের জন্য। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। এবার বৃষ্টির পাশাপাশি সড়কপথের অবস্থা বিবেচনা করে ট্রেনে বর্ধিত চাপ সামলাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি না জানতে চাইলে রেলমন্ত্রী বলেন, এবার ১৫ হাজার টিকেট বাড়ানো হয়েছে। সাধারণত ঈদের মওসুমে প্রতিদিন ২ লাখ ষাট হাজার টিকেট বিক্রি হত। এবার প্রতিদিন ২ লাখ ৭৫ হাজারের বেশি যাত্রী যেন ট্রেনে ভ্রমণ করতে পারেন-র সে ব্যবস্থা নেওয়া হয়েছে। মুজিবুল হক জানান ,আমরা আগের চেয়ে বেশি কোচ-বগি সংযোজন করেছি। আশা করছি এবার সারাদেশে অন্যবারের চেয়ে ১৫ হাজার বেশি যাত্রী প্রতিদিন বহন করতে পারব। যে কোনো ধরনের অনিয়ম-বিশৃঙ্খলা রোধ করতে নিরাপত্তা বাহিনী প্রস্তুত। পুলিশ, র‌্যাব, রেলওয়ে নিরাপত্তা বাহিনী প্রস্তুত আছে। যেখানেই কালোবাজারি, যেখানেই নাশকতা সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। ঈদের পর ১০ জুন থেকে ফিরতি টিকেট বিক্রি শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, রাজশাহী,খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় ফিরতি টিকেট বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার ঈদের তিন দিন আগে থেকে সাত জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া ঈদের পর আরও ৭দিন এসব বিশেষ ট্রেন চলবে। এর মধ্যে ঢাকা- দেওয়ানগঞ্জ, চট্টগ্রাম-চাঁদপুর রুটে দুটি করে, ঢাকা-রাজশাহী, ঢাকা-পার্বতীপুর, ভৈরব-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ কিশোরগঞ্জ রুটে এসব ট্রেন চলবে। কমলাপুর রেলস্টেশনের ২৬টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হবে। এর মধ্যে দুটি কাউন্টারে নারীদের জন্য সংরক্ষিত। মোট টিকিটের ৭৫ শতাংশ কাউন্টারে এবং বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে ১১ জুন থেকে আন্তনগর ট্রেনগুলো সাপ্তাহিক ছুটিতেও চলাচল করবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ