Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুয়াহাটীর বাজারে ইফতার সামগ্রী বিক্রি করছেন এক দোকানদার

| প্রকাশের সময় : ২৩ মে, ২০১৮, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : মহানবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘মানব জাতি যতদিন পর্যন্ত তাড়াতাড়ি (সময় হওয়া মাত্র) ইফতার করবে ততদিন কল্যাণের মধ্যে থাকবে’। (সহীহুল বুখারী : ১৯৫৭, সহীহ মুসলিম : ১০৫৮)
তিনি (মহানবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, ‘যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করাবে তার জন্য রয়েছে একজন সওম পালনকারীর সমান সওয়াব, এতে সওম পালনকারীর সওয়াব কম করা হয় না’। (তিরমিযী : ৮০৪)
সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, যৌনকর্ম এবং অশ্লীলতা বর্জনের মাধ্যমে সওম পালন শেষে ইফতারের মাধ্যমে তার সমাপ্তি ঘটে। সওয়াব প্রাপ্তির আশায় মানুষ সওম পালনকারীকে ইফতার করিয়ে থাকেন। তবে সওম পালনকারীকে পেট পুরে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। যে কোন রোযাদারকে একটি খেজুর বা এক ঢোক পানি দিয়ে ইফতার করাবে তারও সওম পালনকারীর সমান সওয়াব হবে। তাই সবার উচিত রোযাদারকে ইফতার করানো।
সাহারী ও ইফতার কী দিয়ে করা হবে তা মুসলিমগণ আগে থেকেই প্রস্তুত রাখেন। ভারতে গত বৃহস্পতিবার থেকে রোযা শুরু হলেও তার একদিন আগেই ১৬ মে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটীর একটি বাজারে দেখা গেল এক ক্রেতা রোযার মাসে খাবারের জন্য পণ্যসামগ্রী ক্রয় করছেন। আর এ সময় এএফপির পক্ষে বিজু বোরো ছবিটি ধারণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ