পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) একটি এটিএম বুথ থেকে তাহেদুল ইসলাম (২২) নামে এক নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে সেহেরির পর ভোরের দিকে যে কোনো এক সময় ক্যান্টনমেন্ট পোস্ট অফিসের পাশে ইবিএল বুথে ওই হত্যাকান্ড ঘটে বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার তাপস কুমার দাস বলেন, বুথের ভেতরে নিরাপত্তাকর্মী তাহেদুলের লাশ পড়ে ছিল। সকালে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ওই বুথ থেকে টাকা লুটের কোনো ঘটনা ঘটেছে কি না তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি সহকারী কমিশনার তাপস।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস জিয়াউল করিম সাংবাদিকদের বলেন, বুথের এটিএম মেশিনের ভল্ট থেকে টাকা খোয়া যাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। একজন তরুণ নিরাপত্তাকর্মী খুনের শিকার হওয়ায় আমরা অত্যন্ত ব্যথিত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তারা খতিয়ে দেখছেন। ক্যান্টনমেন্ট থানার ওসি মাহবুবুর রহমান জানান, এটিএম বুথের ভেতরে নিরাপত্তা কর্মীর তাহেদুলের লাশ পড়ে ছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।