Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানে জনসমাগমস্থলে ১ ঘণ্টা ভিডিও চিত্র প্রচারের নির্দেশ

জালনোট প্রতিরোধে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা

| প্রকাশের সময় : ২১ মে, ২০১৮, ১২:০০ এএম

 অর্থনৈতিক রিপোর্টার : রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নগদ টাকার লেনদেন বাড়ে। এ সুযোগে নোট জালকারী চক্রের সদস্যদের অপতৎপরতা বাড়ে। এ সময় বড় বড় বিপনিবিতান ও পশুরহাট টার্গেট করে জালটাকা ছড়িয়ে দেওয়ার চেস্টা করে জালকারবারিরা। এটা থেকে জনসাধারণকে রক্ষা ও সচেতন করতে গত কয়েক বছর ধরে নানা ধরনের উদ্যোগ নিয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। এবারও জালনোট প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব তফসিলী ব্যাংকে রমজান মাসজুরে জনসমাগমস্থলে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত ভিডিও চিত্র প্রচারসহ কয়েকদফা নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকের কারেন্সি ম্যানেজম্যান্ট বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে, যা দেশের সব তফসিলী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। 

এতে বলা হয়েছে, বিভিন্ন উৎসবের প্রাক্কালে নোট জালকারী চক্রের অপতৎপরতা বৃদ্ধি পায়। রমজান মাস উপলক্ষে নোট জালকারী চক্রের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্যাংকের এটিএম মেশিনে টাকা ঢোকানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে। গ্রাহকের কাছ থেকে নোট নেওয়া এবং গ্রাহককে নোট দেওয়ার সময়ও জাল নোট শনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করতে হবে। ব্যাংকের শাখাসমূহে গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরগুলোতে পুরো ব্যাংকিং সময়ে আসল নোটের নিরপত্তা বৈশিস্ট্য সম্বলিত ভিডিও চিত্র প্রদর্শন করতে হবে। এছাড়া রমজান মাসজুরে বগুড়া জেলাসহ অন্যন্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ন জনসমামস্থলে কিংবা রাস্তার মোড়ে সন্ধার পর কমপক্ষে ১ ঘন্টা করে ভিডিও চিত্র প্রচার করতে হবে। সার্কুলারে কোন ব্যাংক কোন এলাকায় কোন তারিখে ভিডিও চিত্র প্রচার করবে সেটিও নির্দিস্ট করে দেয়া হয়েছে। ওই সূচি অনুযায়ী, সোনালী ব্যাংকে আগামী ২৩ ও ২৭ মে এবং ৩ ও ১০ জুন এই চারদিন রাজধানীর শাপলা চত্ত¡রে সন্ধার পর ভিডিও চিত্রটি প্রচার করতে হবে। একই তারিখগুলোতে অগ্রণী ব্যাংকে উত্তরার আবদুল্লাহপুর, জনতা ব্যাংকে মহাখালী বাস টার্মিনাল, রূপালী ব্যাংকে সূত্রাপুর, পূবালী ব্যাংকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, উত্তরা ব্যাংকে সদরঘাট, এবি ব্যাংকে হাজারীবাগ, ন্যাশনাল ব্যাংকে যাত্রাবাড়ি, দি সিটি ব্যাংকে বাড্ডায়, সাউথইস্ট ব্যাংকে আগারগাওয়ে ও ইসলামী ব্যাংক বাংলাদেশকে গুলিস্তানে ভিডিও চিত্রটি প্রচার করতে হবে। ২৩ মে ও ২৮ মে এবং ৪ ও ১১ জুন এই তারিখগুলোতে ঢাকা ব্যাংকে সায়দাবাদ, আইএফআইসি ব্যাংকে শনির আখড়া, স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে বনানী বাজার, বাংলাদেশ কমার্স ব্যাংকে মালিবাগ সুপার মার্কেট, কমার্শিয়াল ব্যাংক অব সিলনকে হাতিরপুল বাজার, যমুনা ব্যাংকে রামপুরা বাজার, হাবিব ব্যাংকে উত্তারা ১১নং সেক্টরে, উরী ব্যাংকে উত্তরা আযমপুর, ওয়ান ব্যাংকে বনশ্রী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে মোহাম্মদপুর কৃষি মার্কেটে ও শাহজালাল ইসলামী ব্যাংকে প্রেসক্লাবে ভিডিও চিত্র প্রচার করতে হবে। ২৩ মে ও ২৯ মে এবং ৫ ও ১১ জুন তারিখে ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানকে নয়া পল্টনে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এলিফ্যান্ট রোডে, সিটি ব্যাংক এনএকে কমলাপুর রেলস্টেশনে, এক্সিম ব্যাংকে মিরপুর-১০, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে মৌচাকে ও সোস্যাল ইসলামী ব্যাংকে কলাবাগানে ভিডিও চিত্র প্রচার করতে হবে। ২৪ মে ও ২৯ মে এবং ৫ ও ১১ জুন তারিখে ডাচ্ বাংলা ব্যাংকে শান্তিনগরে, এনসিসি ব্যাংকে কল্যাণপুর স্টেশনে, মার্কেন্টাইল ব্যাংকে ইমামগঞ্জে, স্টান্ডার্ড ব্যাংকে কাপ্তানবাজারে, এইচএসবিসিকে কড়িল যমুনা ফিউচার পার্কে ভিডিও চিত্র প্রচার করতে হবে। ২৪ মে ও ৩০ মে এবং ৬ ও ১৩ জুন তারিখে প্রিমিয়ার ব্যাংকে ফকিরারপুর বাজার, আইসিবি ইসলামিক ব্যাংকে কারওয়ান বাজারে, ইস্টার্ন ব্যাংকে বংশালে, প্রাইম ব্যাংকে মিরপুর-১, ট্রাস্ট ব্যাংকে কচুক্ষেতবাজার, ব্র্যাক ব্যাংকে টিকাটুলির রাজধানি সুপার মার্কেটে, বাংলাদেম কৃষি ব্যাংকে জুরাইন আলম মার্কেটে, বেসিক ব্যাংকে শ্যামলীতে, ব্যাংক আল ফালাহকে মিরপুর-১২, আল আরাফাহ ইসলামী ব্যাংকে শাহজাহানপুরে ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ফার্মগেটে ভিডিও চিত্র প্রচার করতে হবে। এছাড়া ২৪ ও ৩১ মে এবং ৭ ও ১৪ জুন তারিখে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকে গুলশান-২, ব্যাংক এশিয়াকে বাসাবোতে, এনআরবি কমার্শিয়াল ব্যাংকে মুগদাপাড়া, মধুমতি ব্যাংকে মহাখালী কাঁচাবাজার, এনআরবি ব্যাংকে নওয়াবপুর, মিডল্যান্ড ব্যাংকে বিমানবন্দর রেলস্টেশন, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকে বাইতুল মোকাররম, মেঘনা ব্যাংকে সাভার, ইউনিয়ন ব্যাংকে গুলশান-১, সীমান্ত ব্যাংকে ধানমন্ডির ঝিগাতলা ও ফারমার্স ব্যাংকে কেরানীগঞ্জের কদমতলীতে ভিডিও চিত্রটি প্রচারের কথা বলা হয়েছে। ##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ