Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুÐে দুই ত্রিপুরা কিশোরী হত্যা : গ্রেফতার ১

| প্রকাশের সময় : ২০ মে, ২০১৮, ১২:০০ এএম


সীতাকুÐ (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সীতাকুÐে গহীন পাহাড়ে ত্রিপুরা পল্লীতে দুই ত্রিপুরা কিশোরীকে হত্যার অভিযোগে সীতাকুÐ থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা। গতকাল শনিবার সকালে নিহত ছবি রানী ত্রিপুরার পিতা সুমন ত্রিপুরা ৪ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর মামলার প্রধান আসামী আবুল হোসেন (২৫)কেগ্রেফতার করেন পুলিশ। উল্লেখ্য গত শুক্রবার বিকাল আনুমানিক ৩টার সময় সীতাকুÐ উপজেলার পৌরসভাস্থ মহাদেবপুর জঙ্গল ত্রিপুরা পাড়ার সুমন ত্রিপুরার ঘরে একই রশিতে সুমনের কন্যা ছবি রানী ত্রিপুরা (১১)ও ফলিন ত্রিপুরার মেয়ে সুকুলতি ত্রিপুরার(১৫)ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী। পরে নিহত কিশোরীদের অভিভাবকদের খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর তারাসহ আশপাশের বাসিন্দারা মিলে দড়ি কেটে লাশ দুটি নিচে নামানোর পর তারা দেখেন লাশ দুটির মুখ থেকে বিষ জাতীয় তরল পদার্থ ঝরে পড়ছে। এদিকে পাড়ার কয়েকজন শিশু জানায়,পাশের গ্রামের কয়েকজন যুবক দুপুরে বৃষ্টির মধ্যে ঐ ঘরে প্রবেশ করেছিলো। পরে তারা আবার ঘর থেকে বের হয়ে চলে যায়। এতে এলাকাবাসীর মধ্যে সন্দেহ হয়। কারণ চৌধুরীপাড়া এলাকার এক বখাটে যুবক বেশ কিছুদিন ধরে সুকুলতি ত্রিপুরাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। প্রায় সময় সে ত্রিপুরা পাড়ায় এসে বিরক্ত করত তাকে। এ নিয়ে আগেও এবিষয়ে ত্রিপুরা বাসিন্দারা নিজেদের মধ্যে একটি বৈঠক হয়। দুই কিশোরীর ঘরে কোন অবিভাবক না থাকার সুযোগে তারা এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন তারা। ছবি ত্রিপুরার পিতা সুমন ত্রিপুরা বলেন, তার মেয়ের সাথে ঐ ছেলেটার কোন সম্পর্ক ছিলো না। চৌধুরী পাড়ার আবুল হোসেন (২৫) নামক ঐ যুবক পাশের বাড়ির সুকুলতি ত্রিপুরাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো সে। গত কিছুদিন আগে ত্রিপুরা পাড়ার বাসিন্দারা এ নিয়ে সামাজিক বৈঠকও করেন। শুক্রবার দুপুরেও সেই ছেলেটি আরো দুইজনকে নিয়ে পাড়ায় এসে সে এ ঘটনা ঘটিয়েগেছে বলে তারা ধারনা করছেন। তিনি বলেন, একটি মেয়ে বিষ খেয়ে আবার ফাঁস কিভাবে খেতে যায় ? তা ছাড়া শরীরের অধিকাংশ মাটিতে থাকলে এই ফাঁসে কি মৃত্যু হয় ? সুকুলতির পিতা ফলিন ত্রিপুরা অভিযোগ করে বলেন, আমরা অসহায় বলে ঐ বখাটে আমার মেয়েকে এভাবে মেরে ফেলেছে। সীতাকুÐ পৌরসভার ঐ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ শফিউল আলম মুরাদ বলেন, দুই কিশোরী মৃত্যু নিয়ে নানা কথা বলা হচ্ছে। ধর্ষণ করে হত্যার অভিযোগও উঠছে।পোষ্টমর্টেম শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের এই দুই অবিভাবক জানান, পাহাড়ে তাদের ঘরের পাশে আর কারো ঘর নেই। অন্যদের ঘর আরো কিছুটা নিচুতে। তাই ধর্ষণশেষে এ ঘটনাটি ঘটিয়েছে বলে ত্রিপুরা পাড়ার সকলের ধারণা। সীতাকুÐ থানার ওসি মোঃ ইফতেখার হাসান সাংবাদিকদের জানান,ঘটনার দিন রাতেই লাশ দুটি পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছেন এবং এ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ