পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচংয়ে সেহরি খাওয়ার জন্য মসজিদের মাইকে মুসুল্লীদের ডাকায় ইমামকে পিটিয়ে আহত করেছেন মোশারফ হোসেন নামে প্রবাসী এক যুবক। স্থানীয় মুসল্লীরা জানায়, উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রিয় জামে মসজিদের সহকারি ইমাম মো. মাসুম (২৮) গত শুক্রবার ভোর রাতে সেহরি খাওয়ার জন্য মাইকে মুসল্লীদের ডাকাডাকি করেন। এক পর্যায়ে তিনি সেহরি খাওয়ার প্রস্তুতি নিলে তখন মসজিদের পূর্ব পাশের বাড়ির আবদুল বারেকের ছেলে মো. মোশারফ হোসেন (৩০) ইমামের উপর অতর্কিত হামলা চালান। এসময় ইমামের আত্মচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম জানান, রমজান মাসে মাইকে ডেকে মুসল্লীদের জাগিয়ে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল। সেই অনুযায়ী শুক্রবার ভোর রাতে মাইকে ইমাম সাহেব মুসুল্লীদের ডাকতে থাকেন। এ সময় পাশের বাড়ির মোশারফ নামের এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটায় সে ওই ইমামকে মারধোর করে। মোশারফ হোসেন এক মাস আগে সৌদি আরব থেকে দেশে আসেন। শুক্রবার বাদ জুম্মা মুসল্লীদের নিয়ে বিষয়টি সুরাহা করার চেষ্টা করা হলেও প্রধান ইমাম না থাকায় তা সমাধান করা যায়নি। আগামী শুক্রবার বিষয়টি সমাধান করা হবে।
এদিকে, গতকাল শনিবার সরেজমিনে গিয়ে জানা যায় ইমাম পিটিয়ে আহত করার বিষয়টি নিয়ে বিভ্রান্তি রয়েছে। কেউ কেউ বলছেন বিদেশী পার্টিতো বিষয়টি অতিরঞ্জিত করা হয়েছে।
মুঠোফোনে প্রবাসী মোশারফের সাথে কথা বলে জানা যায়, সেহরি খাওয়ার আহবানের পর ওই সহকারি ইমাম মাসুম উচ্চ স্বরে ওয়াজ মাহফিলের ক্যাসেট বাজাচ্ছিলেন তখন প্রায় ভোর ৪ টার সময় তিনি কিছুটা বিরক্তি হয়ে গিয়ে ইমামকে আস্তে বাজানোর কথা বললে এতে উভয়ের মধ্যে হালকা ধাক্কাধাক্কি হয়েছে মাত্র।
এদিকে গতকাল মসজিদের সভাপতির কাছে মসজিদের সহকারী ইমাম মাসুমের মোবাইল ফোন নাম্বার চাইলে তিনি মোবাইল ব্যবহার করেন না বলে জানান। তাই এ রিপোর্ট লেখা পর্যন্ত ইমাম সাহেবের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জাহের ঠিকাদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার ইউনিয়নের এতো বড় ঘটনা অথচ আমি কিছুই জানি না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।