পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোার্টার : ন্যূনতম ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণসহ বেসিকের সমান বোনাসের দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। একই সঙ্গে আগামী ২০ রোজার মধ্যেই মজুরি এবং বোনাস পরিশোধ করার দাবিও জানান তারা। গতকাল জাতীয় প্রেক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়। আয়োজক সংগঠনের সভাপতি মন্টু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মঞ্জুর মঈন, সাদেকুর রহমান শামীম, ইকবাল হোসেন, জয়নাল আবেদীন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মজুরি বোর্ডের কার্যক্রম ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা হচ্ছে। অথচ এটি ছয় মাসের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মজুরি বোর্ডে মালিক পক্ষের প্রতিনিধির সদিচ্ছার অভাবে কেবল একটি সভা হয়েছে। তারা বলেন, শুধু বেতন বোনাস নয়, বন্ধ কারখানা খুলে দিতে হবে। যেসব কারখানা শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করেনি তাদের ঈদের আগেই সেগুলোও পরিশোধ করতে হবে। সমাবেশে শ্রমিকরা রামপুরার আশিয়ানা গার্মেন্টস কারখানাসহ বন্ধ অন্যান্য কারখানা খুলে দেওয়ার জোর দাবি জানান।
শফিউল আলম প্রধানের ইন্তেকাল বার্ষিকীতে জাগপা’র মাসব্যাপী কর্মসূচি
স্টাফ রিপোর্টার : জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের প্রথম ইন্তেকাল বার্ষিকী আগামীকাল সোমবার। এ উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা মাসব্যাপী কর্মসূচির গ্রহণ করেছে। এর অংশ হিসেবে আগামীকাল সোমবার রাজধানীর গুলশান ইম্যানুয়েল হোটেলে দোয়া মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে গণমাধ্যমে প্রকাশের জন্য পাঠানো জাগপা মিডিয়া উইংয়ের সদস্য নজরুল ইসলাম বাবলু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আর ও জানানো হয়, ২২ মে জাগপা ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিল। ২৫ মে পঞ্চগড় গ্রামের বাড়িতে এতিমখানায় এতিমদের মাঝে ইফতার ও খাদ্য বিতরণ। ২৬ মে যুব জাগপা দোয়া মাহফিল ও ইফতার। ২৮ মে পঞ্চগড় বকুলতলা জামে মসজিদে দোয়া মাহফিল। ৩১ মে দিনাজপুরে দোয়া ও ইফতার মাহফিল। ১ জুন পঞ্চগড় বোদার ডাকবাংলায় দোয়া মাহফিল ও ইফতার। ২ জুন দেবীগঞ্জ মহিলা কলেজ মাঠে দোয়া মাহফিল ও ইফতার। ৩ জুন আটোয়ারীতে জনতা ব্যাংক সংলগ্ন মাঠে দোয়া মাহফিল ও ইফতার। ৪ জুন তেঁতুলিয়া দোয়া মাহফিল ও ইফতার। ৫ জুন পঞ্চগড়ে দোয়া ও ইফতার মাহফিল। ৮ জুন চট্টগ্রামে দোয়া ও ইফতার মাহফিল। ১১ জুন গাজীপুর-দিনাজপুরের পার্বতীপুর ও নারায়ণগঞ্জ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২০ জুন আসাদগেট কোরআন খতম ও দোয়া মাহফিল। এদিকে ২১ মে মরহুম শফিউল আলম প্রধানের প্রথম ইন্তেকাল বার্ষিকীতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাগপা পরিবার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।