পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ইফতারে বরাদ্ধ হয়েছে ৩৯ টাকা ৫০ পয়সা। কারা কর্তৃপক্ষ প্রথম শ্রেণীর ডিভিশনপ্রাপ্ত বন্দিদের জন্য ইফতারে ৩৯ টাকা ৫০ পয়সা বরাদ্দ করেছেন। সে অনুযায়ী বেগম খালেদা জিয়াকেও ওই টাকার মধ্যে ইফতার দেয়া হবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কারা কর্মকর্তা জানান। ওই কর্মকর্তা আরো বলেন, ইফতার মেন্যুতে সাধারণত মুড়ি, ছোলা, পিয়াজু, কলা, জিলাপি, গুড় ও খেজুর দেয়া হয়। তবে ডিভিশনপ্রাপ্ত বন্দীর ক্ষেত্রে দৈনন্দিন খাবারের মেনুতে পরিবর্তন হবে কিনা সেটি বন্দির চাহিদার ওপর নির্ধারণ হয়ে থাকে। গত ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নাজিমউদ্দিন রোড়ের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। আদালতের নির্দেশে তিনি প্রথম শ্রেণীর ডিভিশন পাচ্ছেন।
কারাগারের অপর একজন কর্মকর্তা দৈনিক ইনকিলাবকে বলেন, প্রথম শ্রেণীর ডিভিশন প্রাপ্ত বন্দি হিসেবে তিনি ইচ্ছে করলে নিজ খরচে ইফতারের ব্যবস্থা গ্রহন করতে পারেন। সে ক্ষেত্রে কারা কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে। এদিকে কারাগারে খালেদা জিয়া কারা কর্তৃপক্ষের দেয়া খাবার দিয়েই ইফতার সেরেছেন। তার ইফতারে খেজুর, পেঁয়াজু, ছোলা-মুড়ি ও শরবতের পাশাপাশি কিছু ফল ছিল বলে একাধিক কারা কর্মকর্তা জানিয়েছেন। অন্যদিকে গতকাল বিকালে নেত্রীর জন্য ইফতার নিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের নেতৃত্বে কয়েকজন কারাগারের ফটকে গেলে তাদের ফিরিয়ে দেয়া হয়। কারা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ইফতার গ্রহণের সুযোগ না নেই বলে তাদের জানিয়ে দেন কারা কর্মকর্তারা। এদিকে শুক্রবার কারা কর্তৃপক্ষের অনুমতি চেয়েও না মেলায় খালেদা জিয়ার স্বজনরা তার সঙ্গে দেখা করতে পারেননি বলে বিএনপি নেত্রীর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।