Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে রমজানে র‌্যাবের বিশেষ অভিযান শুরু

মাদকের হাটে বন্দুক যুদ্ধ, নিহত ২

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম


রফিকুল ইসলাম সেলিম : চট্টগ্রামে রমজানে মাদক বিরোধী অভিযান জোরদার করেছে র‌্যাব। অভিযানের শুরুতে বন্দরনগরীর মাদকের হাট হিসাবে পরিচিত বরিশাল কলোনীতে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তাদের একজন ‘মাদকস¤্রাট’ বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ গতকাল (শুক্রবার) দৈনিক ইনকিলাবকে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হয়েছে, এ অভিযান আরও জোরদার করা হবে। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের সব আখড়া গুঁড়িয়ে দেয়া হবে। সমাজে মাদক সমস্যা মহামারী আকার ধারন করেছে উল্লেখ করে তিনি বলেন, এর সাথে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না।
নেশার জোয়ারে ভাসছে চট্টগ্রাম। প্রতিবেশী মিনয়ানমার থেকে আসছে মাদকের রাজা ইয়াবা। হাত বাড়ালেই মিলছে এ নেশার রঙ্গিন ট্যাবলেট। মহানগরীর অলিগলি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও মিলছে ইয়াবা। ভারত থেকে আসছে ফেনসিডিল, গাঁজাসহ হরেক মাদক। বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। পরিববার ও সমাজে বাড়ছে অশান্তি হানাহানি। মাদক ব্যবসাকে ঘিরে ঘটছে খুনের ঘটনাও। নগরীতে ছিনতাই, ডাকাতি ও দস্যুতার সাথে জড়িতদের বিরাট অংশ মাদকাসক্ত। নগরীর যে কয়টি এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন করা হয় তার অন্যতম বরিশাল কলোনী। চট্টগ্রাম রেলস্টেশনের অদূরে কদতমলী বাস টার্মিনাল লাগোয়া এই কলোনীতে প্রকাশ্যে বিক্রি হয় মাদক। সেখানে দলবেধে মাদক সেবন করে আসক্তরা। প্রায়ই সেখানে অভিযান চালায় র‌্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
অভিযানের পর কিছুদিন মাদকের কারবারিদের তৎপতরা বন্ধ থাকলেও ফের পুরোদমে চলে মাদক বিক্রি ও সেবন। বৃহস্পতিবার প্রথম তারাবির নামাজের সময় র‌্যাবের কাছে খবর আসে বরিশাল কলোনীতে প্রকাশ্যে মাদক বিক্রি হচ্ছে। একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বিপুল পরিমান মাদক নিয়ে অবস্থান করছে। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক ও স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান বলেন, র‌্যাবের একটি চৌকস দল রাত ১১টা নাগাদ সেখানে অভিযানে যায়। মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ করে এলোপাথারি গুলি বর্ষন শুরু করে। আতœরক্ষা ও সরকারী জানমাল রক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি বলেন, পরে ঘটনাস্থল তল্ল­াশী করে ৩০ হাজার ৪০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ৬ বোতল বিদেশী মদ, ৫ ক্যান বিদেশী বিয়ার, ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেখানে থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশী পিস্তল, দুটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও কার্তুজ চার রাউন্ড খালি খোসা ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের মাধ্যমে র‌্যাব নিহত দুই জনের পরিচয় নিশ্চিত হয়। তারা হলেন, চট্টগ্রামের মাদক সম্রাট হাবিবুর রহমান ওরফে মোটা হাবিব (৪২) ও তার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ মোশাররফ হোসেন (২২)। র‌্যাব জানায় হাবিবের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ডজনের বেশি মামলা রয়েছে। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার আঞ্জুরহাট আলম সওদাগরের বাড়ির সামশুল আলমের পুত্র। তার বাসা নগরীর লাভলেইন এলাকায়। মোশাররফ কুমিল্লার বুড়িচং এলাকার হোসেন মিয়ার পুত্র। র‌্যাব জানায়, নগরীর বরিশাল কলোনী মাদক বিক্রির একটি অন্যতম স্পট। কলোনীর দেয়ালের ওপাশে চট্টগ্রাম রেল স্টেশন। দেয়ালের মাঝখানে ছোট ২টি ফুটো। যেখান থেকে এ পাশের মাদক ব্যবসায়ীরা অপর প্রান্ত থেকে আসা ক্রেতাদের টাকার বিনিময়ে মাদক সরবরাহ করতো।
উল্লেখ গত বছরের ২০ অক্টোবর সেখানে র‌্যাবের অপর এক অভিযানে বন্দুকযুদ্ধে মারা যায় ১৮টি মাদক মামলার প্রধান আসামি মাদক স¤্রাট বাইট্রা ফারুক। বস ফারুক হিসাবে পরিচিত ওই মাদক ব্যবসায়ী ছিলেন বরিশাল কলোনীর মাদক ব্যবসার নিয়ন্ত্রক। ওই অভিযানে ১৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। র‌্যাব জানায় ফারুকের পর ওই এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রণ হাতে নেয় অপর মাদক স¤্রাট মোটা হাবিব। এদিকে গত বছরের জানুয়ারী থেকে গতকাল পর্যন্ত অভিযানে র‌্যাব-৭ চট্টগ্রাম ৯৩ লাখ ৪৪ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। একই সময়ে ৪৬ হাজার ৩০৩ বোতল ফেন্সিডিল, ৩ হাজার ৪৫৫ বোতল বিদেশী মদ ও বিয়ার, ছয় লাখ ৯৮ হাজার ৪৯১ লিটার দেশি মদ, ৯৩৩ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা, ৩৬০ গ্রাম হেরোইন এবং ৭ কেজি ৪২৫ গ্রাম আফিম উদ্ধার করেছে। একই সময়ে ৪৩৬ টি বিভিন্ন ধরনের অস্ত্রসহ মোট ৫৩ টি ম্যাগাজিন এবং ৫ হাজার ৭১১ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ