Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এফডিআই কমেছে ছয় শতাংশ

| প্রকাশের সময় : ১৯ মে, ২০১৮, ১২:০০ এএম

 

অর্থনৈতিক রিপোর্টার : চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম আট মাস পর্যন্ত ইতিবাচক ধারায় থাকলেও নয় মাসের মাথায় সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের তুলনায় মোট এবং নিট এফডিআই দুটোই কমেছে। যদিও এ সময়ে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্যবিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) মোট এফডিআই এসেছে ২২৫ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ছয় শতাংশ কম। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসে মোট এফডিআইয়ের পরিমাণ ছিল ২৩৯ কোটি ৪০ লাখ ডলার। আলোচ্য সময়ে নিট বা প্রকৃত এফডিআই এসেছে ১৩৭ কোটি ৬০ লাখ ডলার, যা ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসের তুলনায় দুই দশমিক ৮৯ শতাংশ কম। গত অর্থবছরের নয় মাসে নিট এফডিআই ছিল ১৪১ কোটি ৭০ লাখ ডলার। তবে শেয়ারবাজারে এ সময়ে ৮০ লাখ ডলারের বিনিয়োগ বেড়েছে। চলতি অর্থবছরের নয় মাসে শেয়ারবাজারে বিনিয়োগ এসেছে ৩২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩১ কোটি ২০ লাখ ডলার। পলিসি রিসার্চ ইনস্টিটিউশনের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, অনেক দিন ধরে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে বলা হচ্ছে, বিদেশি অনেক কোম্পানি আসছে। অনেকে সমঝোতা স্মারক সই করছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এফডিআই বাড়েনি। এর মানে হচ্ছে বিনিয়োগকারীরা আসছে, আগ্রহ দেখাচ্ছে। কিন্তু কোনো না কোনো কারণে পিছিয়ে যাচ্ছে। এটা হতে পারে বিনিয়োগ পরিবেশ, অবকাঠামো বা রাজনৈতিক পরিস্থিতির কারণে। তিনি বলেন, এখন পর্যন্ত যেহেতু এফডিআই কম। বছরের বাকি সময়টা আর বিশেষ পরিবর্তন হবে না। কারণ সামনে নির্বাচন আছে। বাংলাদেশের মতো দেশের নির্বাচনের আগে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা পরবর্তী পরিস্থিতির জন্য অপেক্ষা করেন। এ ছাড়া দেশে যেসব বড় প্রকল্প হচ্ছে, তার সিংহভাগই বিদেশ থেকে ঋণ নিয়ে হচ্ছে। এসব প্রকল্প বিদেশি ইকুইটিতে বাস্তবায়ন হলে এফডিআই বাড়ত। কিন্তু সরকার পিপিপি পদ্ধতি আকর্ষণীয় করতে না পারায় তা হয়নি। এ জন্যও এফডিআই কমছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ