পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কোর্ট রির্পোটার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মানহানির দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল পুরান ঢাকার বকশীবাজারে আলীয়া মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ এজলাসে পৃথক দুই হাকিম আদালত এ আদেশ দেন।
এরমধ্যে ভুয়া জন্মদিন পালন অভিযোগে করা মানহানির মামলায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম এবং পতাকা অবমাননার মামলায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব গ্রেফতারি পরোয়ানা কার্যকরের এ আদেশ দেন। পাশাপাশি আগামী ৫ জুলাই এ দুই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। আইনজীবীরা জানান, যেহেতু খালেদা জিয়া কারাগারে রয়েছেন, এখন পুলিশ কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর উদ্যোগ নেবে।
এরআগে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার অভিযোগে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে মামলাটি করেন ‘জননেত্রী পরিষদ’র সভাপতি এ বি সিদ্দিকী। এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে ২০১৬ সালের ৩০ অগাস্ট এ মামলা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। এ দই মামলাতে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। কিন্তু তা তামিল করতে পারেনি পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।