Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুষ্ঠু নির্বাচন করতে ব্যর্থ নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থতার কারণে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার যোগ্য নয়। যারা একটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে না, জনগণের অধিকারকে প্রতিষ্ঠা করতে পারে না, তারা জাতীয় সংসদ নির্বাচন কীভাবে পরিচালনা করবে? এ জন্য এই নির্বাচন কমিশনের শুধু পদত্যাগ নয়, পুনর্গঠনের দাবি জানিয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা বারবারই বলে আসছি, এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। তাদের দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তার প্রমাণ দেশবাসী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এই কমিশন কাজ করেছে, এক চোখ বন্ধ রেখে বলছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। তারা একটি সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে, তা হলে জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ এবং এত বড় একটি নির্বাচন কীভাবে পরিচালনা করবে। নির্বাচন কমিশনের ব্যর্থতার জন্য অবিলম্বে এই কমিশন ভেঙে দিয়ে পুনর্গঠনের দাবি জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, আমরা বারবার করে বলছি, এই নির্বাচন কমিশনের শুধু পদত্যাগ নয়, পুনর্গঠন চাই। আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে ভেঙে দিয়ে পুনর্গঠনের দাবি জানাচ্ছি।
“খুলনা সিটিতে ‘নিয়ন্ত্রিত’ নির্বাচনের নতুন রূপ” শিরোনামে বৃহস্পতিবার একটি পত্রিকার প্রতিবেদনের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন ছিল এই শহরের মানুষের জন্য এক নতুন অভিজ্ঞতা। কোনো দাঙ্গা-হাঙ্গামা না বাধিয়ে কেবল সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ন্ত্রণে রেখে এবং প্রতিপক্ষকে চেপে ধরে ভোট নেয়ার এমন দৃশ্য এই শহরের মানুষ আগে দেখেনি। তিনি বলেন, খুলনার নির্বাচন আপনারা দেখেছেন। সেই নির্বাচনেও তারা (সরকার) সেখানকার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। পত্রপত্রিকায় এসেছেÑ আজকে নতুন কায়দায় নতুন রূপে ভোট ডাকাতি শুরু হয়েছে, ভোটকেন্দ্র দখলের রাজনীতি শুরু হয়েছে। আওয়ামী লীগের এই সরকারের অধীনে কোনো নির্বাচন যে ‘সুষ্ঠু হতে পারে না’, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তা প্রমাণ হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ্য হয়ে পড়েছেন। কিন্তু তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে না। সুচিকিৎসা না দিয়ে সরকার তাকে একটি মিথ্যা, বানোয়াট ও জাল নথির মামলায় কারাগারে আটকে রেখেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিলকিস জাহান শিরিন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন, আবদুস সালাম আজাদ প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ