Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টিস্নাত শীতল আবহাওয়ায় রোজাদারগণ পাবেন স্বস্তি

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

শফিউল আলম : গ্রীস্ম ঋতুর জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে তাপদাহের বদলে বৃষ্টির ধারায়। এবার বৃষ্টি¯œাত শীতল আবহাওয়ায় রোজাদারগণ পাবেন স্বস্তি। শরীরের স্বাভাবিক পানি বেশি শুকাবে না (ডিহাইড্রেশন)। এতে রোজাদাররা কাহিল হবেন না তেমন। অন্তত মাহে রমজানের অর্ধেকটা সময়ে গরমের তেজ কাটবে থেমে থেমে হালকা থেকে মাঝারি বর্ষণ আর হিমেল দমকা হাওয়ায়। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন। গত এপ্রিল মাস থেকে দেশে সার্বিকভাবে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কিছুটা নিচে অবস্থান করছে। এই আবহ আরও সপ্তাহখানেক বজায় থাকতে পারে। গতকাল (বৃহস্পতিবার) আবহাওয়া বিশেষজ্ঞ সূত্রে পাওয়া পূর্বাভাসে এই সম্ভাবনার কথা জানা গেছে। গত ৪৮ ঘণ্টায়ও দেশের অধিকাংশ স্থানে বৃষ্টি ঝরেছে। আকাশতলে ছিল মেঘের সুশীতল ছায়া।
চলতি সপ্তাহের (১৫-২১ মে) পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানায়, এ সপ্তাহে দৈনিক উজ্জ্বল সূর্য কিরণ কাল ৫ থেকে সাড়ে ৬ ঘণ্টাকাল স্থায়ী থাকতে পারে। এ সময়ে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের ভারী (২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারী বর্ষণ (৪৪ থেকে ৮৮মিমিঃ) বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র কিছু কিছু স্থানে হালকা (৪-১০ মিমি) থেকে মাঝারি (১১-২২ মিমি) ধরনের বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পঞ্জিকার হিসাব মতে বর্ষাকাল শুরু হবে আরও প্রায় এক মাস পরে। তবে প্রাক-বর্ষার শুরুটা হচ্ছে জ্যৈষ্ঠের দ্বিতীয়ার্ধের দিকে। তা সত্তে¡ও এখনই দেশের অনেক জায়গায় বর্ষাকালীন অবস্থা তৈরি হয়েছে। তবে বৃষ্টিপাত হচ্ছে হঠাৎ করে এবং থেমে থেমে একেক স্থানে একেক মাত্রায়। এ ধরনের শীতল আবহাওয়া দেশের অধিকাংশ স্থানে ‘স্বাভাবিক’ গরম অনুভূত হচ্ছে না। আর এরফলে রোজার মাসের শুরুর দিকে তাপদাহের কষ্ট তেমনটি না থাকারই আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বিশেষজ্ঞ সূত্র জানায়, চলতি মে মাসের বেশিরভাগ সময়েই ঢাকা, চট্টগ্রাম, সিলেট এমনকি উত্তর জনপদে আকাশ মেঘলাসহ প্রায় প্রতিদিনই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ঝরবে সাময়িকভাবে। তবে গরমের তেজ কমাতে সহায়ক হবে। উত্তর ও পূবালী বায়ুমালার মিশ্রণে এবার বর্ষার আগেই বেশি হারে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশ ও আশপাশ অঞ্চলে। অথচ এ মাসে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়। যা এখনও অনুপস্থিত।
আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্ক ‘ওয়েদার’ এবং ‘আকু-ওয়েদার’ সূত্রে গতকাল সর্বশেষ তথ্য-উপাত্তে জানা গেছে, এবার মাহে রমজানে বাংলাদেশে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সহনীয় থাকবে। তা প্রথমার্ধ পর্যন্ত ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে। আকাশ থাকবে অধিকাংশ সময়ে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন।
গতকাল আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, একটি পশ্চিমা লঘুচাপ ভারতের বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ (শুক্রবার) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, বিক্ষিপ্তিভাবে শিলাবৃষ্টিও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আগামী দু’দিনও বৃষ্টিপাত
গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৩৮ মিলিমিটার। এ সময় চট্টগ্রামে ২৫ মিমি, ঢাকায় ৩ মিমি, শ্রীমঙ্গলে ৪ মিমি, ভোলায় ৬ মিমি বর্ষণ হয়। সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৪.২ ও সর্বনি¤œ মাদারীপুরে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৩২ ও ২২.৪ ডিগ্রি সে.।
আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২ দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর পরের ৫ দিনে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ