Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের পবিত্রতা রক্ষা করুন -ধর্মমন্ত্রী

মাহে রমজানকে স্বাগত জানিয়ে নগরীতে র‌্যালী

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে রোযা পালনসহ অন্যান্য ইবাদত বন্দেগী করার আহবান জানিয়েছেন ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। পবিত্র মাহে রমজান ১৪৩৯ হিজরিকে স্বাগত জানানোর লক্ষ্যে বুধবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে র‌্যালী পূর্ব সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ধর্মমন্ত্রী এ আহবান জানান। ধর্মমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে দিনের বেলায় হোটেল/রেস্তোরাঁ বন্ধ রাখা, খাদ্যে ভেজাল মেশানো থেকে বিরত থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি করা থেকে বিরত থাকা, মাদক ব্যবহার থেকে বিরত থাকা, রাস্তা-ঘাট, ফুটপাতসহ সার্বিক পরিবেশ সুন্দর রাখা, যাকাত আদায় করা, গরীব, অসহায় মানুষকে বেশি বেশি সাহায্য করা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতন থাকা এবং পারস্পরিক স¤প্রীতি ও সহমর্মিতা বজায় রাখতে সর্বস্তরের জনগণের প্রতি আহবান জানান।
মাহে রমজানের স্বাগত র‌্যালীতে ধর্ম সচিব মো: আনিছুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর, সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং অসংখ্য মুসুল্লি বিভিন্ন আহবান সম্বলিত প্ল্যাকার্ডসহ অংশ গ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ