Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বে-টার্মিনাল হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরো বাড়বে

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে প্রথমবারের মতো রেলমাউন্টেন্ড ইয়ার্ড গ্যান্ট্রি ক্রেন যুক্ত হলো। চীন থেকে ২১ কোটি ৯৬ লাখ টাকায় এসব ক্রেন সংগ্রহ করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ৫ নম্বর জেটিতে আনুষ্ঠানিকভাবে রেলপথে পরিবহনের জন্য কন্টেইনার লোড-আনলোডের বিশেষায়িত হ্যান্ডলিং ইক্যুইপমেন্টটি উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। একইসঙ্গে চীন থেকে আনা ৪টি, আরব আমিরাত থেকে আনা ২টি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন, জার্মানি থেকে আনা ১টি লগ হ্যান্ডলার, ইতালির ২টি ২০ টনের মোবাইল ক্রেনসহ মোট ৯৬ কোটি ৫৪ লাখ টাকার যন্ত্রপাতি, রিভারমুরিং জেটি-৩ এবং নিরাপত্তা ভবন উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ। এসময় চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বন্দরের সদস্য মোঃ জাফর আলম, কমডোর খন্দকার আকতার হোসেন, কমডোর শাহিন রহমান ও কামরুল আমিন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তারিকুল ইসলাম, বন্দর সচিব মোঃ ওমর ফারুক, সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোঃ রুহুল আমিন, বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী শাজাহান খান বলেন, বে টার্মিনাল ও পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) ২০২০ সালে অপারেশনে যাবে। আর তখন বন্দরের সক্ষমতা আরও বেড়ে যাবে। মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জট ও ইক্যুইপমেন্ট সংকট নিয়ে অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সব সংকট কাটিয়ে উঠেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ