Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভা

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

সোনালী ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভা গত মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোঃ আশরাফুল মকবুল। সভায় অর্থমন্ত্রণালয় প্রতিনিধি ও অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী, পরিচালকবৃন্দ, ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন। সভায় ১০ম বার্ষিক সাধারন সভার কার্যবিবরণী নিশ্চিতকরণসহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। সোনালী ব্যাংক ২০১৭ সালকে ‘ঘুরে দাঁড়ানোর বছর’ হিসেবে যে প্রত্যয় নিয়ে কাজ শুরু করেছিল তা প্রায় সকল সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তারই ধারাবাহিকতায় ২০১৮ সাল ‘এগিয়ে যাবার বছরে’ সকল সূচকে এগিয়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত এই বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক। ২০১৭ সালে সোনালী ব্যাংক লিমিটেড রাষ্ট্রায়ত্ত সকল ব্যাংক সমূহের মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা (১,১৯৫ কোটি টাকা) এবং সামগ্রীক ব্যাংকিং সেক্টরে দ্বিতীয় সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জন করতে সক্ষম হয়েছে। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ