Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ করবে

গর্ন্ধবপুর পানি শোধনাগার

| প্রকাশের সময় : ১৮ মে, ২০১৮, ১২:০০ এএম

ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠস্থ পানির ওপর নির্ভরতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা ওয়াসা মেঘনা নদী থেকে পানি এনে গর্ন্ধবপুর পানি শোধনাগার নির্মাণ করতে যাচ্ছে। মোট ৩১০৫ কোটি টাকা ব্যয়ে জুন, ২০২২ সাল নাগাদ এ শোধনাগার নির্মাণ কাজ সম্পন্ন হবে যেখান থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা হবে। এ লক্ষ্যে ১৬ মে রাজধানীর হোটেল সোনারগাঁও এ ডিজাইন বিল্ট অপারেট (ডিবিও) প্যাকেজের আওতায় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ইকরামুল হক, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সন্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খানের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ঢাকাস্থ ফরাসি রাষ্ট্রদূত মিস ম্যারি এনিক বোরডিন, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এবং ঢাকা ওয়াসা বোর্ড চেয়ারম্যান প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। ঢাকা ওয়াসার পক্ষে প্রকৌশলী তাকসিম এ খান এবং গর্ন্ধবপুর ওয়াটার ট্রিটমেন্ট এসএনসি এর পক্ষে গৎ. চরবৎৎব-ণাবং চঙটখওছঊঘ (পিয়েরি ইভ পলিকান) নিজ নিজ সংস্থার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এডিবি, এএফডি এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক এর অর্থায়নে এ শোধনাগার প্রকল্পটি ঢাকা ইনভায়রনমেন্টালি সাসটেইন্যাবল ওয়াটার সাপ্লাই (ডিইএসডবিøউএস) প্রজেক্ট এর আওতায় বাস্তবায়িত হচ্ছে। - বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ