পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশের কোথাও গতকাল রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল শুক্রবার থেকে রোজা রাখা শুরু হবে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্মমন্ত্রী মতিউর রহমান এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বুধবার বাংলাদেশের কোথাও চাঁদ দেখার খবর আসেনি। তাই বৃহস্পতিবার ১৪৩৯ হিজরি সনের শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে। সে হিসেবে আজ দিবাগত রাতে রমজানের প্রথম তারাবিহ নামাজ অনুষ্ঠিত হবে এবং ভোর রাতে সাহরী খেতে হবে। লাইলাতুল কদর ১২ জুন মঙ্গলবার দিবাগত রাতে।
সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের ৬৪ জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ৪৭টি কেন্দ্র এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
সভায় ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরস শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজ উদ্দীন আহমেদ, মিজবাহুর রহমান চৌধুরী, ওয়াকফ প্রশাসক মো: শহীদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্নসচিব এবিএম আমিনুল্লাহ নূরী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্নসচিব সাইদুর রহমানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। ##
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।