Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের তাগিদ জাতিসংঘের

| প্রকাশের সময় : ১৭ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে ব্যাপক অনিয়ম ও ভোট জালিয়াতির প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেছেন, বাংলাদেশে অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য আমরা বারবার তাগিদ দিয়ে আসছি। আমাদের এ আহŸান অব্যাহত থাকবে। গত মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ আহŸান পুনর্ব্যক্ত করেন।
একজন সাংবাদিক খুলনার ভোটে জালভোট, ব্যালট ছিনতাই, ভোটদানে বাধা প্রদান এবং বিরোধী প্রার্থী বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার চিত্র তুলে ধরে জাতিসংঘের পর্যবেক্ষণ জানতে চাইলে জবাবে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করলেন সে বিষয়ে আমি বলতে চাই- আমরা বারবারই সকল দল ও কর্তৃপক্ষকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয়তার উপর তাগিদ দিয়ে আসছি। এবং আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ