পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা ব্যুরো:খুলনায় বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালকুদার আব্দুল খালেক। তিনি হাস্যজ্জল মুখে উপস্থিত সবাইকে বিজয় সূচক চিহ্ন দেখান। ঘোষণার পরপর সমর্থকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে থাকেন।
রিটার্নিং অফিসার ইউনুস আলী ঘোষনা করেন ১ লাখ ৭৩ হাজার ৯শ’ ২ ভোট পেয়ে আওয়ামীলীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯শ ৫৬ ভোট পেয়েছেন। ৩টি কেন্দ্রের ফলাফল স্থগিত। ২৮৯ টির মধ্যে ২৮৬টি ফলাফল প্রকাশ হয়েছে। তালুকদার আব্দুল খালেক তার প্রতিক্রিয়ায় নগরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে নগরবাসী রায় দিয়েছে। জনগন উন্নয়ন চায় তাই আমাকে আবার মেয়র বানিয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্য আগামী ৫ বছর নিরালস কাজ করে যাবো এবং খুলনাকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাব। আশা করছি সবাই আমার পাশে থাকবেন।
তালুকদার খালেক বলেন, আমি জাতীয় সংসদে ১৯৯১, ৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে জয় লাভ করি। তবে ২০১৩ সালে জয় লাভ করতে পারিনি। পরবর্তীতে আবারও সংসদ সদস্য নির্বাচিত হই’।
তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং বোর্ডের প্রধান জননেত্রী শেখ হাসিনা আমাকে খুলনা সিটি কর্পোরেশনে পুনরায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছিলেন। আর সেজন্য আজ আবার আপনাদের নগরপিতার দায়িত্ব ফিরে পেলাম। তাই প্রধানমন্ত্রীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।