পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খুলনা ব্যুরো : খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র দখলে নিয়ে জালভোট দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেন, নগরীর সবকেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে। ভোটারদের উপস্থিতিও আশাতীত ছিল।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে নিরাপত্তার চাদরে ঢাকা ছিল পুরো খুলনা মহানগরী। টহলে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাঠে ছিল ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী পর্যবেক্ষক টিম। তিনি বলেন, জনগণের ভোটাধিকার হরণের অভিযোগ বিএনপির বিরুদ্ধেই আছে, আওয়ামীলীগের বিরুদ্ধে নয়। খুলনা সিটি করপোরেশনে ভোট উৎসব মুখর পরিবেশে হয়েছে। বিএনপি প্রার্থীর পরাজয়কে বির্তকিত করতেই এসব অভিযোগ করছে। গণমাধ্যমের সামনেই ভোটগ্রহণ শুরু হয়। তাই নির্বাচন নিয়ে কোনও ধরনের অভিযোগ তোলার সুযোগ নেই।
তিনি বলেন, বিএনপি জিতলে বলে সঠিক ভোট হয়েছে। আর হেরে গেলে বলে কারচুপি হয়েছে। এটা বিএনপি’র প্রথাগত অভ্যাস। খুলনার মানুষ উন্নয়ন চায়। খুলনার মানুষ উপযুক্ত লোককে সিটি কর্পোরেশনে বসাতে চায়। খালেক বলেন, বর্তমান সরকার উন্নয়নের সরকার। তিনি বলেন, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামীলীগ। তাই ভোট নিয়ে কোন নোংরা রাজনীতি করতে চাইনা। উৎসবমুখোর পরিবেশে খুলনার সাধারণ মানুষ ভোট দিয়েছে। যে ফলাফল হবে তা মেনে নেব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।