Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে হকারকে হত্যা

| প্রকাশের সময় : ১৬ মে, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর শাহবাগে ফুটওভারব্রিজের ওপরে ছুরিকাঘাতে এক হকারকে হত্যা করা হয়েছে। এ সময় জনতা জড়িত সন্দেহে জনতা খাইরুল নামে একজনকে পিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে। নিহত হকারের নাম নূর নবী মজুমদার (২০) । গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে । নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম দৈনিক ইনকিলাবকে বলেন, গতকাল সকালে শাহবাগ ফুটওভারব্রিজের ওপরে দুই হকারের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে তারা মরামারিতে জড়িয়ে পড়েন। এ সময় হকার খাইরুল ক্ষিপ্ত হয়ে নুর নবীকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশে লোকজন এসে খাইরুলকে ধরে গনপিটুনি দেয়। আহতাবস্থায় নুর নবীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গণপিটুনিতে আহত খাইরুলকে গ্রেফতার করে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ