Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোটা নিয়ে সিদ্ধান্ত শিগগিরই -মন্ত্রিপরিষদ সচিব

বদলে গেল পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটার বিষয়ে শিগগিরই একটি সিদ্ধান্ত পাওয়ার আশাপ্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বদলে গেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম। নতুন নাম হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নামে যুক্ত হচ্ছে জলবায়ু পরিবর্তন।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রণালয়ের নাম বদলের প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভার বৈঠকে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি। সচিব বলেন,যত দূর শুনেছি, কোটার বিষয়ে ইতিমধ্যে একটি সারসংক্ষেপ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে। হয়তো কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন করছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা। আন্দোলনের একপর্যায়ে গত ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। এরপর শিক্ষার্থীরা কোটা বাতিলে প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলন করে আসছেন। গতকাল সোমবারও আন্দোলনকারীরা সারা দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে ধর্মঘট পালন করছেন। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এখনও কমিটি গঠনের কোনো প্রজ্ঞাপন পাইনি জানিয়ে শফিউল বলেন, হয়ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কোটার পরিমাণ ১০ শতাংশে কমিয়ে আনার দাবি তুলেছিল। কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে তা পূরণের দাবিও জানিয়েছিল তারা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নাম পরিবর্তনের এ প্রস্তাব আগেই এসেছিল। আশপাশের দেশগুলোর সঙ্গে মিলিয়ে ক্লাইমেট চেইঞ্জ শব্দটা যুক্ত করা হয়েছে। এখন থেকে বাংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় হবে এ মন্ত্রণালয়ের নাম। গত বছর ৬ অগাস্ট জাতীয় পরিবেশ কমিটির চতুর্থ বৈঠকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন করার সিদ্ধান্ত হয়। গতকাল তা মন্ত্রিসভার অনুমোতি পেল। এখন প্রেসিডেন্টের স্বাক্ষরে প্রজ্ঞাপণ জারি হলেই নতুন নাম কার্যকর হয়ে যাবে। মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের ফলে কি সুবিধা পাওয়া যাবে- এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ক্লাইমেট চেইঞ্জ শব্দটা থাকলে ক্লাইমেট ফান্ড রিলেটেড যে অ্যাকটিভিটিসটা আসবে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে পারব। বিশ্বে জালবায়ু পরিবর্তনের ফলে যে বিরূপ প্রভাব পড়ছে সেসব বিষয়কে বিবেচনায় নিয়েই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, সারা বিশ্বে ক্লাইমেট চেইঞ্জটা আলোচনায় চলে এসেছে, আপনারা দেখছেন যে প্রকৃতিতেও চেইঞ্জ চলে এসেছে, ঝড়, বৃষ্টি, বন্যা, আগাম বন্যা, কত রকমের প্রাকৃতিক চেইঞ্জ আমরা এমনি দেখতে পাচ্ছি। সেটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বেই আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রাকৃতিক চেইঞ্জ অটমেটিকলি চলে আসছে। এজন্য এই বিষয়টা এখন কিন্তু বাংলাদেশের সাবজেক্ট নাই, সারা বিশ্বেই ক্লাইমেট চেইঞ্জটা আলোচিত হচ্ছে। শফিউল বলেন, কারণ হল যখন কেউ ক্লাইমেট ফান্ড করার জন্য টাকা দেয়নি তখন আমাদের সরকারের নিজস্ব তহবিল থেকে টাকা দিয়ে ক্লাইমেট ফান্ড গঠন করেছে, আমরা সেটা দিয়ে শুরু করি। বিশ্বের যেসব দেশ জয়বায়ু পরিবর্তণের কারণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যে হারে বাড়ছে, তা অব্যাহত থাকলে বাংলাদেশের একটি বড় এলাকা পানির নিচে চলে যেতে পারে এবং প্রায় দুই কোটি মানুষ বাস্তুচূত হতে পারে বলে সতর্ক করে আসছেন গবেষকরা। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুটি তহবিল গঠন করে। এর একটি হল বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট (বিসিসিটি) ফান্ড এবং অন্যটি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়ান্স ফান্ড (বিসিসিআরএফ)। অবশ্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীনে ওই তহবিলের আওতায় প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে দলীয় পক্ষপাতের অভিযোগও ইতোমধ্যে উঠেছে। দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পরে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩২৪৭ টি গাছ কাটার প্রস্তাব অনুমোদন
আমদানি তেল খালাসের জন্য কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের টার্মিনাল এবং গাজীপুরের কাপাসিয়ায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দুই জায়গায় সংরক্ষিত বনের তিন হাজার ২৪৭টি গাছ কাটতে হবে। মন্ত্রিসভা বৈঠকে এসব গাছ কাটার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
শফিউল আলম বলেন, মহেশখালীতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সিঙ্গেল পয়েন্ট মুরিং করা হচ্ছে, ওখানে বনে কিছু গাছ আছে, সেগুলো কাটার অনুমতি চাওয়া হয়েছিল। মহেশাখালী পাহাড় মৌজায় ১৯১ দশমিক ২৫ একর বনভূমি লিজ নিয়েছে ইস্টার্ন রিফাইনারি, সেখানে বিভিন্ন রকমের প্রায় এক হাজার ৭০১টি গাছ আছে, বেতজাতীয় ঝোপঝাড় আছে। বনজ সম্পদের ক্ষতিপূরণ বাবদ পেট্রোলিয়াম করপোরেশন এক কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৯৪৯ টাকা পরিশোধ করেছে। যে পরিমাণ গাছ কাটা হবে, তার পাঁচগুণ গাছ বন অধিদপ্তরের তত্ত¡াবধানে পেট্রোলিয়াম করপোরেশন রোপণ করে আগামী ১০ বছর দেখভাল করবে, এই শর্তে তাদের গাছ কাটার অনুমতি দেওয়া হয়েছে। মহেশখালীর বনে বট, লালী, বাদাম, বরই, কাউফল, শিমুল, ছাতিয়ান, কদম, সোনালুসহ বিভিন্ন জাতের গাছ কাটা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। অন্যদিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য দুই একর ৩৪ শতক সংরক্ষিত বনের এক হাজার ৫৪৬টি গাছ কাটার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা। শফিউল বলেন, আকাশমনি গাছ এক হাজার ৪০০টি এবং কাঁঠাল, জাম, আম, তাল, গামারি, বরাগ বাঁশ, মুলি বাঁশসহ অন্যান্য প্রজাতির ১৪৬টি গাছ কাটার জন্য অনুমতি দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা ক্ষতিগ্রস্ত তারা নীতিমালা অনুযায়ী টাকা পাবেন। সামাজিক বনায়নে যারা গাছ লাগান তারা ৭০ শতাংশ এবং অন্যরা ৩০ শতাংশ পান।
স্যাটেলাইট উৎক্ষেপণে অভিনন্দন প্রস্তাব
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ হওয়ায় একটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। সচিব শফিউল বলেন, স্যাটেলাইট সফলভাবে উৎ ক্ষেপণ হওয়ায় অর্থমন্ত্রী একটি অভিনন্দন প্রস্তাব উপস্থাপন করেন। মহাশূণ্যে বাংলাদেশের নিজস্ব কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফলভাবে উৎক্ষেপণ এবং বাংলাদেশ বিশ্বে ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হিসেবে মর্যাদা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য পুত্র ও প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব আহমেদ ওয়াজেদকে (জয়) অভিনন্দন জ্ঞাপন করেছে।পরে মন্ত্রিসভা একটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ হওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
সাবেক মন্ত্রী মাইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব
সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির সংসদ সদস্য মাইদুল ইসলাম এবং জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলামের মৃত্যুতে মন্ত্রিসভা শোক প্রস্তাব গ্রহণ করেছে।
নতুন কক্ষে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত
সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় নতুন করে সুসজ্জিত মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভা বৈঠক অনুষ্টিত হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, একটি নতুন রিনোভেটেড রুমে সোমবার মন্ত্রিসভা বৈঠক হয়েছে, পূর্তমন্ত্রী সবাইকে ফুল দিয়ে বরণ করেন। ৬ নম্বর ভবনের ১৩ তলায় আগে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দপ্তর ছিল। ১৩ তলার একপাশে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অন্যপাশে মন্ত্রিপরিষদ কক্ষ করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ