Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছেন, প্রজ্ঞাপন ম্যাটার করে না -ওবায়দুল কাদের

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে প্রজ্ঞাপন প্রকাশের আন্দোলন করে জনগণকে কষ্ট দেয়া থেকে বিরত থাকতে বিক্ষোভকারীদের প্রতি আহŸান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই কোটা বাতিল করেছেন। প্রজ্ঞাপন কবে হবে সেটা ম্যাটার করে না। গতকাল সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কাযালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, প্রতিবন্ধী, জেলা, নারী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ধরণের কোটা রয়েছে। এইগুলো একটা ব্যালেন্স করা প্রয়োজন। সে কাজটা চলছে। সেই জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। তারা কাজগুলো গুছিয়ে এনেছেন। এটাকে ঢেলে সাজানো চ্যালেঞ্জিং বিষয়। একটু সময় লাগবে। এর জন্য ধৈর্য্য ধরতে হবে।
প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখার আহŸান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, তাদের যৌক্তিক আন্দোলনের যৌক্তিক সমাধানের শেষ পযায়ে এসে রয়েছে। এই অবস্থায় কোনো অপরাজনীতি অনুপ্রবেশ না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। কোটা হচ্ছে সাধারণ ছাত্র-ছাত্রীদের মান-এটা নিয়ে কেউ যেন রাজনীতির অশুভ খেলায় মেতে উঠতে না পারে সে ব্যাপারে সত্যিকারের আন্দোলনকারীদের বিষয়টি যৌক্তিকভাবে বিবেচনা করতে হবে।
আন্দোলনকারীদেরকে জনগণকে কষ্ট দেয়া থেকে বিরত থাকার আহŸান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আজকে (গতকাল) সারা ঢাকা শহর স্তব্ধ হয়ে গেছে। তাদের পরিবারের সদস্যরা, এর মধ্যে মুমূর্ষ রোগিরাও আছে। ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষকে রাস্তা বন্ধ করে কষ্ট দেয়ার অধিকার আমাদের কারও নেই। তাদের দাবির বিষয়টি প্রধানমন্ত্রী যৌক্তিকভাবে সক্রিয় বিবেচনা করছেন। তিনি বলেন, আমার অনেক কথাই আছে, পরে বলবো।
খুলনা নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ করা তাদের অভ্যাস। বিগত দিনে অনুষ্ঠিত বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের চিত্র তুলে ধরে তিনি বলেন, খুলনা নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। আমরা জিতেছি, ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ। কুমিল্লায় হেরেছি, মেনে নিয়েছি। রংপুরে হেরেছি মেনে নিয়েছি। কিন্তু বিএনপি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না বলে তারা সবসময় জোয়ারে থাকতে চায়। ভাটা তারা মেনে নিতে চায় না। রেজাল্ট পর্যন্ত এই দলটি বলেই যাবে, নালিশের অভিযোগের ভাঙা রেকর্ড বাজাবে। এটা তাদের স্বভাবের দোষ।
ছাত্রলীগের কমিটি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কমিটি এখন নেত্রীর কাছে আছে। যাচাই-বাছাই চলছে। আপনারাই বলেন অনুপ্রবেশকারী, আবার অনুপ্রবেশকারী আছে কী না তা আমরা খতিয়ে দেখছি। যাতে আমরা যোগ্য ও নিষ্কলুষ কমিটি উপহার দিতে পারি। তাতে দু-চারদিন দেরি হবে। ক্ষতি কি? অনেক প্রার্থী তো। এটা নিয়ে ভাবতে হবে না। নেত্রী যাচাই-বাছাই করে কমিটি উপহার দেবেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য রিয়াজুল কবির কাওসার প্রমুখ। এর আগে জাতীয় মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম ও সাধারণ সম্পাদক মালেকা বানুর নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন ওবায়দুল কাদের
চিকিৎসাধীন বিশিষ্টজনদের পাশে ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সভাপতিমÐলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এবং আওয়ামী লীগের লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের রতœগর্ভা মাতা বেগম আশরাফুন্নেছাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল সোমবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে গিয়ে তিনি তাদের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় আওয়ামী লীগের লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম সেখানে উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ