পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) এলাকায় গণগ্রেফতারের তান্ডব চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গাইডলাইন ও আদেশ তোয়াক্কা করছে না সরকার। এটা বন্ধ করা প্রয়োজন। তিনি বলেন, সুপ্রিম কোর্ট হল দেশের উচ্চতম আদালত। এই আদালতের নির্দেশনা মানতে সকলেই বাধ্য। কেউ এর উর্ধ্বে নয়। যেসব আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব রয়েছে। তারা যেন এ রায়ের পরিপন্থী কোন কিছু না করে।গতকাল সোমবার এ সংক্রান্ত রিট আবেদনটির শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলে সাবেক এই আইনমন্ত্রী।
ব্যরিস্টার মওদুদ আহমেদ বলেন, এ ধরনের গণগ্রেফতারে এবং সাদা পোশাকে গ্রেফতার আইনের পরিপন্থী। এ বিষয়ে বøাস্টের করা একটা মামলায় সুপ্রিম কোর্টের রায় আছে। সেই রায়ে সর্বোচ্চ আদালত কতগুলো নির্দেশনা দিয়েছে। তাতে বলা আছে, কীভাবে কাকে, কোন অবস্থায় গ্রেফতার করা যাবে। গ্রেফতার করার আগে ও পরে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করতে হবে, তা আইনশৃঙ্খলা বাহিনীকে সুনিদির্ষ্টভাবে নির্দেশ দেয়া আছে। কিন্তু এ নির্দেশনার কোনোকিছুই তোয়াক্কা না করে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় গণগ্রেফতারের তান্ডবলীলা চলছে।
মওদুদ আহমদ আরও বলেন, কয়েকদিন যাবত সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি এবং আমরা নিজেরাও জানি যে, খুলনায় পরাজয় নিশ্চিত জেনে আমাদের নেতাকর্মী, সমর্থকদের ওপর আক্রমণ শুরু করেছে সরকার। এরই মধ্যে ৪০০-৫০০ লোকের বেশি গ্রেফতার করেছে। আমাদের প্রার্থীর এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। এমনকি বিএনপির সাধারণ সমর্থকদের ওপরও একই রকম নির্যাতন চলছে। এই পরিপ্রেক্ষিতে আমরা গত রোববার হাইকোর্টে একটি রিট দায়ের করি। আজকে তার শুনানি শেষে আদালতে নির্দেশনা দিয়েছেন যে, বিএনপি নেতাদের কোনো মামলা ছাড়া গ্রেফতার এবং হয়রানি করা যাবে না। তিনি বলেন, এছাড়া গ্রেফতার সংক্রান্ত হাইকোর্টের এ নির্দেশনা বাস্তবায়নের মধ্য দিয়ে খুলনা সিটি করপোরেশনে নির্বাচনী পরিবেশ ফিরে আসবে। যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে বিএনপি সেখানে বিপুল ভোটে জয় লাভ করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।