Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিট স্ট্রোকই মৃত্যুর কারণ

সংবাদ সম্মেলনে কেএসআরএম কর্তৃপক্ষ

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : কেএসআরএম কর্তৃপক্ষ সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ঘাটিয়াডাঙ্গা গ্রামে গরীব দুস্থদের মাঝে ইফতার ও যাকাত সামগ্রী বিতরণকালে হিট স্ট্রোকের কারণেই ৯ জনের মৃত্যু হয়েছে জানানো হয়। গতকাল (সোমবার) রাতে কেএসআরএম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কোম্পানীর সিইও মেহেরুল করিম বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকের নিজ গ্রামে সকাল ৮টায় ইফতার ও যাকাত সামগ্রী বিতরণের সকল প্রস্তুতি নেয়া হয়। এর আগে সার্বিক সহযোগিতা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানা ও প্রশাসনের কাছে মৌখিকভাবে পুলিশ ফোর্স চেয়ে সহায়তা চাওয়া হয়। তিনি বলেন, ইফতার ও যাকাত সামগ্রী বিতরণের আগে মহিলা পুলিশসহ মোট ১শ’ জন পুলিশ সদস্য ও নিজস্ব ২শ’ জন সিকিউরিটি ও স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন। ১০ থেকে ১২ হাজার লোকের জন্য আনীত ইফতার ও যাকাত সামগ্রী প্রায় ২০ হাজার লোকের মাঝে বিতরণকালে সব ধরনের পূর্ব প্রস্তুতি নেয়ার পরও এরূপ ঘটনা কষ্ট ও দুঃখের। সিইও বলেন, আমাদের দিক থেকে কোন অব্যবস্থাপনা ছিলনা। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন বিতরণ কাজ বন্ধ করে দেন। মেহেরুল করিম জানান, এ ঘটনায় সর্বশেষ ৯ জন মারা গেছেন। এ অনাকাক্সিক্ষত ঘটনার জন্য গভীর দুঃখ, নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে তিনি বলেন, নিহতদের দাফনের জন্য যা যা দরকার করা হচ্ছে। কোম্পানীর পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ৩ লাখ টাকা এবং অসুস্থদের সার্বিক চিকিৎসার খরচ বহন করা হবে। এছাড়া নিহতদের পরিবারে চাকুরিক্ষম সদস্য থাকলে তাদের চাকুরি দেয়ার ব্যবস্থা করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোম্পানীর জিএম সৈয়দ নজরুল আলম, ডিজিএম সাখাওয়াত হোসেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ