Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যানজট নিরসনের উদ্যোগ ফেনী রেলওয়ে ওভারপাসের একটি লেন উদ্বোধন আজ

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম


মো. ওমর ফারুক, ফেনী থেকে : যানজট নিরসনে ফেনী ফতেহপুর রেলওয়ে ওভারপাসের এক লেন খুলে দেয়া হচ্ছে। গত কয়েক দিন ধরে সীমাহীন জনগণের নাভিশ্বাস অবস্থার অবসান হবে বলে মনে করছেন জনগণ। পুরোপুরি সেবা পেতে ওভারপাসের সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। গতকাল প্রকল্প এলাকার কাজ সরেজমিন পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব তথ্য জানান, প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আবদুল মাজিদ। তিনি বলেন আবহাওয়া স্বাভাবিক থাকলে মঙ্গলবার যেকোন সময় যান চলাচলে ওভারপাসের একটি অংশ খুলে দেয়া হবে। এতে জনদুর্ভোগ কমবে বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে বিভিন্ন যাত্রীবাহী ও মালবাহী গাড়ি আটকা পড়ে। এতে ব্যবসায়িক ক্ষেত্রে সীমাহীন ক্ষতির পাশাপাশি যাত্রীদের দুর্ভোগের সীমা ছিল না। দেশব্যাপি আলোড়ন তোলে ফেনীর যানজট। পরিবহন মালিক সমিতি সোমবার হাইওয়েতে ধর্মঘট ডাকে। বিষয়টি দায়িত্বশীল কর্তৃপক্ষ ও সেনা প্রধানের নজরে গেলে তিনি এ ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবার নির্দেশ দেন। দেশের অর্থনীতির লাইফ লাইনখ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হয়। ফলে প্রতিদিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামমুখী শত শত যাত্রীবাহী বাস, মালবাহী কাভার্ডভ্যান, লরি ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ