পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাদারীপুর জেলা সংবাদদাতা : জেলার শিবচরে জমি আত্মসাতের উদ্দেশ্যে সোহেল মল্লিক (২৪) নামে এক যুবক হত্যা মামলার রায়ে ভাই ও আপন তিন মামাসহ ৪জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফউদ্দিন আহম্মেদ ফাঁসিতে ঝুলিয়ে এই চারজনের মৃত্যুদন্ডের রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো-নিহত সোহেল মল্লিকের মা হেলেনা আক্তারের দ্বিতীয় পক্ষের ছেলে নিহত সোহেলের সৎ ভাই আলামিন খাঁ (১৭) ও সোহেলের আপন তিন মামা শাহিন হাওলাদার (২৮), মিজানুর রহমান হাওলাদার (৩২) ও আব্দুল খালেক হাওলাদার (৪২)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমি আত্মসাতের উদ্দেশ্যে ২০১৩ সালের ৮ আগস্ট রাতে শিবচর উপজেলার যাদুয়ারচর গ্রামের বাড়িতে ঘুমন্ত অবস্থায় সোহেল মল্লিককে হত্যা করেন দন্ডপ্রাপ্ত আসামীরা। এই ঘটনায় শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সোহেলের বাবা সিদ্দিক মল্লিক। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান দীর্ঘ তদন্ত শেষে ৪জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার ৪ জনের ফাঁসির আদেশ দেন। মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এদিকে দ্রæত আসামীদের গ্রেফতার করে এ রায় কার্যকরের দাবী জানিয়েছেন বাদীপক্ষ।
নিহত সোহেল মলিকের মা বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সিনিয়র সহ-সভাপতি হেলেনা আক্তার বলেন, ‘আমার এক ছেলে হত্যা মামলায় অন্য ছেলের ফাঁসির আদেশ হয়েছে। আমি আজ দুই ছেলেকেই হারালাম। সাথে আপন তিন ভাইয়েরও ফাঁসির আদেশ হয়েছে। তবুও আমি খুশি, কারণ হত্যাকারীর ফাঁসির আদেশ হয়েছে, আমার খুন হওয়া ছেলে ন্যায় বিচার পেয়েছে।’
মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী সিদ্দিক মল্লিক বলেন, ‘মামলার রায় যাতে দ্রæত কার্যকর করা হয় সে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানাই।’
মাদারীপুরে জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. এমরান লতিফ বলেন, ‘বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন। এদিকে দন্ডপ্রাপ্তরা পলাতক রয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।