Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোল ও হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন

| প্রকাশের সময় : ১৫ মে, ২০১৮, ১২:০০ এএম

বেনাপোল অফিস : ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গতকাল সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। পশ্চিমবঙ্গ জেলার নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পাসপোর্টযাত্রী আসা যাওয়াসহ বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু করা হবে।
হিলি সংবাদদাতা জানান :
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পঞ্চায়েত নির্বাচনের কারনে গতকাল সোমবার সকাল থেকে হিলিস্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে। তবে হিলি বন্দরের পানামা পোর্টে লোড-আনলোডের কাজ স্বাভাবিক রয়েছে। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ