পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রায়পুর (লক্ষ্মীপুর) থেকে হারুনুর রশিদ : লক্ষ্মীপুরের রায়পুরে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য উর্ধ্বগতিতে ভোক্তা সাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। চাল, ডাল, সয়াবিন ও সরিষার তেল, চিনি, পেঁয়াজ, গোল আলু, আদা, জিরা, গোল মরিচ, ছোলা বুট, দারুচিনি, এলাচ, সিমাই, খেঁজুর, মাছ, তরি-তরকারিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেজি প্রতি ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী আগ থেকেই গুদামজাত করে এখন সাধারণ দোকানীদের কাছে বেশি বিক্রি করছে। ফলে সাধারণ দোকানীরা ভোক্তাদের থেকে বেশি মূল্যে বিক্রি করছে। এতে বাধ্য হয়ে ভোক্তারা এসব সামগ্রী ক্রয় করছেন। অভিজ্ঞ ও সচেতন মহল বলছেন, সরকারি ভাবে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নেই বলে, দোকানীরা খেয়াল খুশি মতো সুবিধা বোঝে এক এক ধরনের রমজান সামগ্রী বিভিন্ন মূল্যে বিক্রি করে থাকে। এ প্রতিবেদক গত দু’দিন ধরে রায়পুর পৌর শহর জুড়ে রমজান সামগ্রীর বেশি দামে বিক্রি করার প্রমাণ পান। এছাড়া গ্রামের বাজারে আরো চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। অবিলম্বে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তাগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।